প্রকাশিত : ১২ মে, ২০২৫, ০১:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া বজ্রপাতে বিভিন্ন স্থানে নারী শিশু সহ পাঁচজন নিহত এক জন আহত

ব্রাহ্মণবাড়িয়া বজ্রপাতে বিভিন্ন স্থানে পাঁচজন নিহত

মোঃ এনামুল হক আরিফ,
ব্যুরো চিফ রিপোর্টার ব্রাহ্মণবাড়িয়া,
সহযোগিতা মোঃ জানে আলম রনিঃ

ব্রাহ্মণবাড়িয়ায় শিশু সহ পাঁচজন নিহত ও এক নারী আহত হয়েছে ।১২/০৫/২০২৫ ইং 
সোমবার নাসিরনগর ও আখাউড়ার বিভিন্ন এলাকায় এই মৃত্যু ঘটনা ঘটেছে । নিহতরা হলেন মোঃ শামসুল হুদা , মোঃ সেলিম মিয়া , মোঃ আব্দুররাজ্জাক , জাকিয়া বেগম, ও জমির খান। 

নাসিরনগর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইউএন ও মহোদয় শাহিনা নাসরিন জানান বিকেলে অত্র এলাকায় বজ্রপাতে তিনজন নিহত ও একজন আহত হয়েছে , এর মধ্যে গোকর্ণবাজ এলাকায় গরু আনতে গিয়ে  মৃত আব্দুল সালাম এর ছেলে মোহাম্মদ শামসুল হুদা নামে এক কৃষক নিহত হয়েছে, কেকানগর এলাকায় ধান কাটতে গিয়ে আব্দুর রাজ্জাক ও উঠানে খেলা করার সময় ভালা কোটের দুর্গাপুর গ্রামে জাকিয়া বেগম নামে আনুমানিক ৯ বছর বয়সী এক শিশু নিহত হয়েছে । এ সময় একই গ্রামের হামিদা বেগম নামে এক গৃহিণী  বজ্রপাতে আহত হয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

অপরদিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব জমীর উদ্দিন জানান আখাউড়া উপজেলার দরখার রুটে নুরপুর এলাকায় জমিতে ধান কাটতে গিয়ে মোঃ সেলিম মিয়া নামে এক বৃদ্ধ ও আখাউড়া বনগজ গ্রামের জমির মিয়া নামে এক যুবক ইন্তেকাল করেছে এ সময় বজ্রপাতে আনুমানিক ২লক্ষ৫০হাজার টাকা মূল্যের দূটি গরু ও মারা গিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়