প্রকাশিত : ২০ নভেম্বর, ২০২৫, ১২:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সুপ্রিম কোর্টের রায়ে পুনর্বহাল তত্ত্বাবধায়ক ব্যবস্থা

ফাইল ছবি

বহুল আলোচিত সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে বৈধ ঘোষণা করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত—সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) সকালে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত সদস্যের বেঞ্চ এই ঐতিহাসিক রায় প্রদান করেন। বিচারপতি মো. আশফাকুল ইসলাম, বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি মো. রেজাউল হক, বিচারপতি এস এম ইমদাদুল হক, বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি ফারাহ মাহবুব বেঞ্চে যুক্ত ছিলেন।

রায়ে জানানো হয়, চলমান অন্তর্বর্তী সরকারের অধীনেই আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে এর পরের চতুর্দশ সংসদ নির্বাচন থেকে দেশে পুনরায় তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা কার্যকর হবে।

১১ নভেম্বর যে ত্রয়োদশ সংশোধনী বাতিল করার রায় দেওয়া হয়েছিল, তার বিরুদ্ধে দায়ের করা আপিলের শুনানি শেষে আজ রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়। আপিল শুনানিতে বিএনপি, জামায়াতসহ আপিলকারীদের আইনজীবীরা যুক্তি তুলে ধরেন যে, তত্ত্বাবধায়ক ব্যবস্থা ফিরে এলেও আসন্ন নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে, কিন্তু পরবর্তী (১৪তম) নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের তত্ত্বাবধানে আয়োজিত হবে।

২০১১ সালের ১০ মে তৎকালীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনীকে বাতিল ঘোষণা করেছিল। পরবর্তী ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর এই বাতিল রায় পুনর্বিবেচনার দাবিতে নতুন আইনি লড়াই শুরু হয়।

চলতি বছরের ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন গ্রহণ করে আপিল বিভাগ। পরে ড. বদিউল আলম মজুমদারসহ পাঁচজন নাগরিক, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার সর্বোচ্চ আদালতে আপিল করেন।

  • সর্বশেষ