ভারতকে হারানোর পর জাতীয় দলে ২ কোটি টাকার পুরস্কার ঘোষণা করেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। আজ তিনি আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে ডাকা হয়েছে জরুরি সংবাদ সম্মেলন।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রস্তুতি চলার মধ্যেই স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনকারী আসিফ মাহমুদ আজ দুপুর ৩টায় স্থানীয় সরকার বিভাগের সম্মেলন কক্ষে সাংবাদিকদের মুখোমুখি হবেন।
সংবাদ সম্মেলনে কোন ইস্যুতে কথা বলবেন,মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্রে তা স্পষ্ট করা হয়নি। তবে গণমাধ্যমে জোর গুঞ্জন, আজই তিনি উপদেষ্টা পদ থেকে পদত্যাগের ঘোষণা দিতে পারেন।
আজ রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ শেষে তফসিল ঘোষণার জন্য ভাষণ রেকর্ড করবেন প্রধান নির্বাচন কমিশনার। আজ সন্ধ্যায় বা কাল বৃহস্পতিবার তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে।
এদিকে তথ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলমও আজই পদত্যাগ করতে পারেন এমন আলোচনা রাজনৈতিক অঙ্গনে ঘুরপাক খাচ্ছে। যদিও আইনি বাধা নেই, তথাপি দুই ছাত্র উপদেষ্টার তফসিলের আগেই সরে দাঁড়ানোর জোর সম্ভাবনা তৈরি হয়েছে।
২০২৪ সালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে সামনে ছিলেন আসিফ মাহমুদ। সেই আন্দোলনই একপর্যায়ে এক দফার দাবিতে রূপ নিয়ে আগস্টে ক্ষমতাচ্যুত করে আওয়ামী লীগ সরকারকে। পরে ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে শপথ নেন তিনি।