প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

দেব ও রুক্মিণীর সম্পর্ক নিয়ে উঠল গুঞ্জন

ছবি : সংগৃহীত

দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে টলিপাড়ায় প্রেমের উদাহরণ হয়ে ছিলেন দেব ও রুক্মিণী মৈত্র। তাদের সম্পর্ক নিয়ে কারও অজানা কিছু ছিল না সবাই জানত, তারা টালিউডের ‘গোল্ডেন কাপল’। কিন্তু সম্প্রতি সেই সম্পর্কেই নাকি পড়েছে ছায়া। টলিপাড়ায় এখন গুঞ্জন ভালোবাসার সেই মিষ্টি গল্পে নাকি দেখা দিয়েছে ভাঙনের রেখা।

দেবের সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোতে রুক্মিণীর অনুপস্থিতি যেন সেই গুঞ্জনকেই আরও জোরদার করেছে। নায়ক যখন নিজের ফিল্মি ক্যারিয়ারের ২০ বছর উদযাপন করলেন, কিংবা যখন মুক্তি পেল তার প্রযোজিত আলোচিত ছবি "রঘু ডাকাত" সব জায়গাতেই চোখে পড়েছে একটাই বিষয়, রুক্মিণী নেই!

এমন অবস্থায় নেটদুনিয়ায় শুরু হয়েছে নানা জল্পনা-কল্পনা। কেউ বলছেন, সম্পর্কের বরফ গলছে না, কেউ আবার বলছেন, দুজনই নাকি শুধু নিজেদের কাজে ব্যস্ত।

সম্প্রতি কালীপূজার উদ্বোধনে মুম্বাই থেকে অল্প সময়ের জন্য কলকাতায় ফিরেছিলেন রুক্মিণী। সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানালেন,
“কাজের জন্য বাইরে আছি। এক দিনের জন্য এসেছি, তারপর আবার ফিরব দিল্লি আমার ভাইঝি আমাইরার জন্মদিন আছে।”

কিন্তু দেবের পাশে না থাকার প্রসঙ্গ উঠতেই রহস্যময় হাসি হেসে তিনি শুধু বললেন,
“একটাই কথা বলব আমাকে খুঁজে বেড়াও।”

এতেই যেন টলিপাড়ার কৌতূহল আরও বেড়ে গেল তাহলে কি দেব–রুক্মিণীর প্রেম সত্যিই ফাটলের মুখে, নাকি এও তাদের কোনো নতুন গল্পের শুরু?

  • সর্বশেষ
  • জনপ্রিয়