আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে (জাপা) বাদ দিয়ে নতুন রাজনৈতিক বাস্তবতা গড়তে চান বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তাঁর দাবি, সরকার জনগণের রক্তের ওপর দাঁড়িয়ে আছে, তাই এখন সময় এসেছে নতুন রাষ্ট্র ও নতুন সংসদ নির্মাণের।
শনিবার সকালে রাজধানীর সেগুনবাগিচায় বিএম ভবনে সুফিবাদী সংগঠন ‘মাকাম’ আয়োজিত জাতীয় সংলাপ ‘মাজার সংস্কৃতি: সহিংসতা, সংকট ও ভবিষ্যৎ ভাবনা’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সংলাপে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম।
রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন,
“আসুন, সবাই মিলে আমরা এমন এক সংসদ গড়ি যেখানে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নামও থাকবে না।”
তিনি জানান, জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে এনসিপির একটি প্রতিনিধিদল ইতিমধ্যেই জাতীয় ঐকমত্য কমিশনে গেছে। তাদের দাবি সনদকে আইনি ভিত্তি দেওয়া এবং অধ্যাদেশ জারি করা।
নাসীরুদ্দীন আরও বলেন,
“যদি আলোচনার মাধ্যমে সমাধান না আসে, তবে আসন্ন নির্বাচন ক্ষতিগ্রস্ত হবে, আর সেটিই হবে বাংলাদেশের জন্য নতুন সংকটের সূচনা।”
তিনি বিশ্বাস করেন, রাজনৈতিক অস্থিরতার যুগ শেষ হচ্ছে এখন প্রয়োজন ঐক্য, সংলাপ ও সংস্কৃতি নির্ভর সমাধান। এজন্য মাজার ও খানকা বিষয়ক একটি কমিশন গঠনের প্রস্তাবও দেন তিনি।