প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ০১:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

“নির্বাচনে আমরা হয় সরকার গঠন করব, নয়তো শক্তিশালী বিরোধী দল হব।” সারজিস আলম

ছবি: তথ্য ভান্ডার

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, “এনসিপি চাই না ৪৬ নম্বর দল হিসেবে পরিচিত হোক। আগামী নির্বাচনে আমরা হয় সরকার গঠন করব, নয়তো শক্তিশালী বিরোধী দল হিসেবে আবির্ভূত হব। জাতীয় পার্টির মতো কেবল পোষা বিরোধী দল হতে আমাদের ইচ্ছা নেই।”

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের সমন্বয় সভায় এসব কথা বলেন তিনি।

সারজিস আলম আরও জানান, আগামী দুই-তিন দিনের মধ্যে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে। জেলা আহ্বায়ক কমিটি নভেম্বরের মধ্যে গঠন করা হবে। তবে থানা ও জেলা কমিটি বাংলামোটর থেকে নয়, বরং সংশ্লিষ্ট শাখায় সভা করে তৈরি করতে হবে।

তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “নভেম্বরে যদি কমিটি গঠন সম্পন্ন হয়, তাহলে আগামী নির্বাচনে এনসিপি দুই শক্তিশালী দলের একটি হয়ে উঠবে। কার্যক্রম সঠিকভাবে এগিয়ে নিলে, দুই বছর পর আমরা হবো দেশের সবচেয়ে শক্তিশালী দল।”

থানা ও জেলা পর্যায়ের শীর্ষ নেতাদের বয়স সংক্রান্ত নিয়মেও সারজিস আলম সতর্ক করেছেন। তাঁর নির্দেশনা অনুযায়ী, জেলা ও থানা কমিটির আহ্বায়কের বয়স অবশ্যই ৪০ বছরের বেশি হতে হবে, এবং সদস্য সচিবের বয়স কমপক্ষে ৩৫ বছর হতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়