প্রকাশিত : ১২ নভেম্বর, ২০২৫, ১২:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গণভোটে চারটির বেশি প্রশ্ন রাখার ভাবনা অন্তর্বর্তী সরকারের

ছবি : সংগৃহীত

জুলাই জাতীয় সনদের সংবিধান-সংক্রান্ত প্রস্তাব বাস্তবায়নে আসন্ন গণভোটে চারটির বেশি প্রশ্ন রাখার পরিকল্পনা করছে অন্তর্বর্তী সরকার। সূত্র বলছে, যেসব বিষয়ে বিএনপি–জামায়াতসহ অধিকাংশ দল একমত, সেগুলো নিয়ে থাকবে একটি সম্মিলিত প্রশ্ন। আর যেসব ইস্যুতে বড় দলগুলোর, বিশেষত বিএনপির, ভিন্নমত রয়েছে যেমন সংখ্যানুপাতিক প্রতিনিধিত্বে (পিআর) উচ্চকক্ষ গঠন বা তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সেগুলো নিয়ে আলাদা প্রশ্ন রাখা হতে পারে। সব মিলিয়ে গণভোটে চার–পাঁচটি প্রশ্ন তোলার প্রস্তুতি চলছে।

একই দিনে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের দিকেও ঝুঁকছে সরকার। সরকারের আশাবাদ, এভাবে গেলে বিএনপি ও জামায়াতও গণভোট প্রক্রিয়ায় অংশ নেবে।

অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল জানিয়েছেন, সনদ বাস্তবায়নে নেওয়া পদক্ষেপ তিন–চার দিনের মধ্যেই স্পষ্ট হবে। তিনি বলেন, “সব দলের প্রত্যাশা সমন্বয় করে দেশের স্বার্থে যা দরকার, সেটাই করা হবে।”

ঐকমত্য কমিশন আগে মাত্র একটি প্রশ্ন রাখার প্রস্তাব দিয়েছিল ভোটাররা জুলাই জাতীয় সনদ অনুমোদন করবেন কি না। তবে সরকার এখন ভিন্নমতগুলোকেও প্রশ্নে আনার পক্ষে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, ৪৮টি সংবিধান–সংক্রান্ত প্রস্তাবের মধ্যে প্রায় ৩০টিতে সর্বসম্মতি রয়েছে, যা একত্রে একটি প্রশ্নে যাবে। বাকিগুলো যেখানে মতভেদ আছে  তিন–চারটি প্রশ্নে ভাগ হবে।

প্রস্তাবিত প্রশ্নগুলোর মধ্যে একটি হতে পারে: “আপনি কি সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে সংসদের উচ্চকক্ষ গঠন চান?”
আরেকটি: “আপনি কি ঐকমত্য কমিশনের প্রস্তাব অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাস্তবায়ন চান?”

এ ছাড়া ন্যায়পাল, সরকারি কর্মকমিশন, মহাহিসাব নিরীক্ষক ও দুর্নীতি দমন কমিশনের নিয়োগপ্রক্রিয়া সংবিধানে অন্তর্ভুক্ত করার বিষয়ে আলাদা প্রশ্ন রাখার চিন্তাও রয়েছে।

সরকারি সূত্র জানিয়েছে, মতভেদ থাকা ১৮টি প্রস্তাবকে চারটির মধ্যে সীমাবদ্ধ রাখতে চেষ্টা চলছে। সম্ভব না হলে কিছু প্রস্তাব আপাতত বাদ পড়তে পারে।

ঐকমত্য কমিশনের সুপারিশ অনুযায়ী, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি করেই গণভোট আয়োজন করা হবে। ভোটে ‘হ্যাঁ’ জিতলে পরবর্তী সংসদ ২৭০ দিনের মধ্যে সংবিধান সংস্কার করবে। আর যদি ব্যর্থ হয়, প্রস্তাবগুলো স্বয়ংক্রিয়ভাবে সংবিধানে যুক্ত হবে।

  • সর্বশেষ