বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দৃঢ় কণ্ঠে বলেছেন, বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপসের সুযোগ নেই। তিনি বলেন, “জাতীয় স্বার্থকেই আমরা সর্বাগ্রে রাখব, অর্থনৈতিক অগ্রগতির মাধ্যমে কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের জীবনে সুখ ও হাসি ফেরাতে কাজ করব।”
জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ৫০ বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় শহিদ মিনারে জাসাস আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে মোবাইল ফোনে যুক্ত হয়ে তিনি এসব কথা বলেন।
ফখরুল আরও বলেন, “বর্তমান পরিস্থিতিতে একটি গণ–অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা করাই এখন সময়ের দাবি।”
তিনি স্মরণ করেন প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে “বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা জিয়া দেশকে একদলীয় শাসন থেকে বহুদলীয় গণতন্ত্রে রূপান্তরিত করে রাজনৈতিক সংস্কারের ভিত্তি গড়ে দিয়েছিলেন।”
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জাসাস আহ্বায়ক হেলাল খান। সঞ্চালনা করেন সদস্যসচিব জাকির হোসেন রোকন। শুভেচ্ছা বক্তব্য দেন বিএনপির সাংস্কৃতিকবিষয়ক উপদেষ্টা আশরাফ উদ্দিন আহমেদ এবং সহসাংস্কৃতিকবিষয়ক সম্পাদক সাইদ সোহরাব।