প্রকাশিত : ০৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ভারত নয়, জনগণই ঠিক করবে ক্ষমতা—হাসনাত

ছবি : সংগৃহীত

ভারতের উদ্বেগ ভরসা করে নয়, শুধু জনগণের ম্যান্ডেটেই ক্ষমতায় যেতে চান বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) জুলাই গণঅভ্যুত্থানে প্রথম শহিদ আবু সাঈদ হত্যা মামলার সাক্ষ্য দিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

হাসনাত বলেন, মিডিয়া বা মিলিটারি কোনো কিছুই ‘ম্যানেজ’ করে কিংবা পাশের দেশের কনসার্নকে ব্যবহার করে ক্ষমতায় যাওয়ার পথ তারা চান না।

তার ভাষায়, “আমরা ক্ষমতায় যেতে চাই কিন্তু জনগণকে সঙ্গে নিয়ে। কোনো আনহোলি নেক্সাস বা কন্ট্রোলড ব্যবস্থার ওপর ভরসা নয়। জনগণ যদি মনে করে আমরা যোগ্য, যদি তারা ম্যান্ডেট দেয়, তবেই আমরা ক্ষমতায় যাব।”

  • সর্বশেষ