বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক উপদেষ্টা ও ছাত্র আন্দোলনের পরিচিত সমন্বয়ক আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আনুষ্ঠানিকভাবে জাতীয় নাগরিক কমিটি (এনসিপি)-তে যুক্ত হয়েছেন। তবে তিনি কোনো নির্বাচনে অংশ নেবেন না বলে স্পষ্ট জানিয়েছেন।
এনসিপিতে তিনি মুখপাত্রের দায়িত্ব পালন করার পাশাপাশি নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হিসেবেও কাজ করবেন।
সোমবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আসিফ মাহমুদ নিজেই এসব তথ্য জানান। এ সময় তিনি বলেন, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়ার যে স্বপ্ন নিয়ে রাজপথে আন্দোলন হয়েছে, তা বাস্তবায়নে প্রাতিষ্ঠানিক রাজনীতির গভীর সংস্কার জরুরি। সেই পরিবর্তনের লক্ষ্যে এনসিপি কাজ করে যাবে।