প্রকাশিত : ১২ মে, ২০২৫, ০৮:৫৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়ায় বজ্রপাতে ৫ জন নিহত

সিরাজুল ইসলাম। 
জেলা প্রতিনিধি। 

ব্রাহ্মণবাড়িয়ার নাছিরনগর ও আখাউড়ায় এক শিশু সহ ৫ জন নিহত এবং এক নারী আহত হয়েছে। 
রোববার (১১ মে)
দুই উপজেলায় পৃথক পৃথক স্থানে এ সব ঘটনা ঘটে।
এ ব্যাপারে তথ্য নিশ্চিত করেছেন নাছিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাসরিন ও আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃছমিউদ্দিন। 
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ছমিউদ্দিন জানান 
উপজেলা ধরখার ইউনিয়নের রুটি নুরপুর এলাকায় মোঃ সেলিম মিয়া (৬৫)জমিতে কাজ করার সময় এবং একই  ইউনিয়ন বনগজ গ্রামের মোঃ জমির খান (২২) বজ্রপাতে মারা গেছেন 
এডময় আরে দুটি গরু মারা যায় বলে ও জানা জায়। 
নাছিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহীনা নাসরিন জানান বিকেলে উপজেলার   বিভিন্ন জায়গায় তিনজন নিহত ও একজন আহত হয়েছেন।
গোকর্ণ ভাঙা ব্রীজ এলাকায় সামছুল হুদা (৬৫) এক বৃদ্ধ গরু চড়াতে গিয়ে বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান।
অপর দিকে টেকা নগর এলাকায় আঃ রাজ্জাক (৪০)নামের এক শ্রমিক ধান কাটতে গিয়ে বজ্রপাতে মারা যান।
এ ছাড়াও উপজেলার ভলাকুটের দুর্গাপুর গ্রামের জাকিয়া (৮) নামের এক শিশু  বজ্রপাতে মারা যান, 
জাকিয়া তার নানার বাড়িতে বেড়াতে এসে ছিল। 
একই গ্রামের হামিদা বেগম (৪৫)  নামের এক নারী বজ্রপাতে গুরুতর আহত হন
বর্তমানে সে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে চিকিৎসারত অবস্থায় আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়