রামগতি (লক্ষ্মীপুর)প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতিতে অটো রিকসা উল্টে মো. ইসমাইল হোসেন (৩৫) নামের একজনের মৃত্যু হয়েছে। ১৪মে, বুধবার উপজেলার আলেকজান্ডার-সোনাপুর আঞ্চলিক সড়কের নবিয়ল মিয়া মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইসমাইল চরআলগী ইউনিয়নের ৫নং ওয়ার্ড চর হাসান হোসেন গ্রামের মরহুম মাহফুজ আলম এর বড় ছেলে।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, সকাল ৯টার সময় ইসমাইল হোসেন স্থানীয় রামদয়াল বাজার থেকে অটো রিকসাযোগে আলেকজান্ডার যাওয়ার পথে নবিয়ল মিয়াগো তেহমুনি মোড়ে চাকা খুলে অটোরিকসাটি উল্টে যায়। এতে মারাত্মকভাবে আহত হন তিনি। স্থানীয়রা উদ্ধার করে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীতে রেফার করে ডাক্তার। নোয়াখালীর মাইজদীতে একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় দুপুর ১টার দিকে মারা যান ইসমাইল। ইসমাইল গতো বিশ দিন আগে বিদেশ থেকে দেশে আসছেন বলে জানা গেছে।
উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. কামনাশীস মজুমদার জানান, রোগির ইন্টারনাল হেমারেজ বেশি ছিল। শরীরের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গ দিয়ে খুব বেশি রক্তক্ষরণ হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য নোয়াখালীতে রেফার করা হয়েছে।
রামগতি থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, এ বিষয়ে এখনো কোন অভিযোগ পাইনি। তারপরেও খোঁজ খবর নেওয়া হচ্ছে।