মোঃ কামরুজ্জামান, লামা (বান্দরবান):
লামা উপজেলা সরই লেমুপালংপাড়া থেকে দুই তামাকপাতা চাষিসহ অপহৃত ৮ জনকে উদ্ধার করেছেন যৌথ বাহিনী। প্রায় ৪০ ঘন্টা টানা অভিযান চালিয়ে ৯ এপ্রিল সন্ধ্যা ৬টায় উদ্ধার অপারেশন সফল হয় বলে জানাগেছে। তবে একটি অসমর্থিত সূত্রে জানাযায়, অপহৃত ৮ জনের স্বজনরা দশ লাখ সত্তর হাজার টাকা মুক্তিপন দেয়ার পরই তারা সন্ত্রাসীদের কবল থেকে মুক্ত হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধারকৃতদেরকে আইন শৃঙ্খলা বাহিনী জিজ্ঞাসাবাদ করছেন বলে জানাযায়। এর আগে ৭ এপ্রিল মধ্যরাতে উপজেলার সরই ইউনিয়নের দূর্গম পাহাড়ি গ্রাম লেমুপালংপাড়া থেকে এদেরকে উপজাতি সন্ত্রাসীরা অপহরণ করে নেয়।