শফিকুল ইসলাম শরীফ, রিপোর্টারঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের রতনপুর ইউনিয়নের খাগাতোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি সাইদুল ইসলাম থাকেন সৌদি আরবে। অথচ তার বেতন উত্তোলন করছেন প্রধান শিক্ষক মোছাম্মৎ স্বপ্না বেগম।
সরেজমিনে গিয়ে জানা যায়, উন্নত জীবনের আশায় সরকারি দপ্তরি সাইদুল ইসলাম চলে গেছেন সুদূর সৌদি আরবে।
সাইদুল ইসলামের স্ত্রী আফরোজা বেগম বলেন, দপ্তরির চাকরির সুবাধে ব্যাংক থেকে ৩ লক্ষ টাকা লোন উত্তোলন করেছেন। বেতন থেকে কাটা হচ্ছে সেই লোনের টাকা।
সাইদুল ইসলামের মা বলেন, দেশের পরিস্থিতি ভালো না হওয়ার কারনে বিদেশে চলে গেছে সাইদুল। তার জায়গায় তার বাবা চাকরি করছেন।
প্রধান শিক্ষক মোছাম্মৎ স্বপ্না বেগম প্রথমে সাংবাদিকদের সাথে কথা বলতে না চাইলেও গোপনে ধারন করা ক্যামেরার রেকর্ডে জানা যায়, সে যে বিদেশ চলে গেছেন তা তিনি অবগত নন।
উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. মনিরুজ্জামান বলেন, আমি অবগত হলে প্রধান শিক্ষককে বিষয়টি অবগত করলে তিনি জানান দপ্তরি গত রমজান মাস থেকে স্কুলে আসছেন না। তিনি অসুস্থ। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে।
এছাড়া বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে স্থানিয়দের রয়েছে নানা অভিযোগ। পরীক্ষার ফি থেকে শুরু করে বিদ্যালয়ের ব্যবস্থাপনায়ও আছে জটিলতা। নিয়মিত ক্লাস না হওয়া ও শিক্ষক সংকটে ব্যাহত হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা।