প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৫, ০৯:১২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পরশুরাম হাইস, নোহা ও প্রাইভেটকার চালক সমিতির নতুন কমিটি

এয়াকুব নবী রিয়াজ,পরশুরাম প্রতিনিধি:

পরশুরাম হাইস, নোহা ও প্রাইভেটকার চালক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (২২ এপ্রিল) সন্ধ্যায় সমিতির অস্থায়ী কার্যালয়ে কমিটি গঠন উপলক্ষ্যে  সভা অনুষ্ঠিত হয়। 

কমিটির প্রধান উপদেষ্টা মো: মহিউদ্দিন মজুমদারের সভাপতিত্বে 
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  উপজেলা হায়েস নোহা ও প্রাইভেটকার মালিক সমিতির সভাপতি নাসির উদ্দিন রিটু। বিশেষ অতিথি ছিলেন হায়েস নোহা ও প্রাইভেটকার মালিক সমিতির সাধারণ সম্পাদক তাফসির হোসাইন ইথার। সঞ্চালনা করেন চালক সমিতির নেতা মোঃ মানিক। 

চালক সমিতির কমিটিতে সভাপতি পদে মো মনির হোসেন ও সাধারণ সম্পাদক পদে মো নবী মিয়া নির্বাচিত হয়েছেন। 

কমিটির প্রধান উপদেষ্টা মো: মহিউদ্দিন মজুমদার ৩৭ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।
কমিটিতে সিনিয়র সহ-সভাপতি মো শিপন, মো মন্নান,যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম,সহ যুগ্ম সম্পাদক হেলাল হোসেন রুবেল, সাংগঠনিক সম্পাদক মো: মনির হোসেন, সহ- সাংগঠনিক সম্পাদক মো: বারেক, দপ্তর সম্পাদক মোঃ হান্নান, 
সহ-দপ্তর সম্পাদক বাবলু, প্রচার সম্পাদক মোঃ ইব্রাহিম, সহ-প্রচার সম্পাদক মো খালেক, অর্থ সম্পাদক মো আইয়ুব, সদস্য পদে মিজানুর রহমান মানিক, মো: নাজিম, মো: আবদুল কাদের, আবুল খায়ের,নমোঃ শহিদ, মোঃ হেলাল, মোঃ দিপু, মো: আলা উদ্দিন, মো: জলিল, মো: সুমন,আবুল বসর, মো: মামুন, মো: আলম, মোঃ জাহিদ, মো: সাহাব উদ্দিন, আবদুল করিম, মো: সাদ্দাম, মো: সাইফুল, মো: হালিম, রুহুল আমিন ও মোহন নির্বাচিত হয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়