প্রকাশিত : ২৩ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আরসা প্রধান আতাউল্লাহসহ ৬ জন রিমান্ড শেষে কারাগারে 

দোলা দেওয়ান, নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ


মিয়ানমারের সশস্ত্র সংগঠন আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ ওরফে আবু আম্মার জুনুনী ও তার পাঁচ সহযোগীকে ৮ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। 

মঙ্গলবার (২২ এপ্রিল) বিকেলে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন এ আদেশ দেন।

কারাগারে পাঠানো অন্য সকল আসামিরা হলেন, মোস্তাক আহমেদ, সলিমুল্লাহ, মো. আসমতউল্লাহ, হাসান ও মনিরুজ্জামান। তারা সকলেই আতাউল্লাহর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত।

নারায়ণগঞ্জ আদালত পুলিশের পরিদর্শক মোহাম্মদ কাইউম বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের আদেশ অনুযায়ী তাদের কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে গত ১৭ মার্চ দিবাগত রাত দেড়টার দিকে র‍্যাব একটি গোপন সংবাদের ভিত্তিতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ভূমি পল্লী আবাসিক এলাকার ৬ নম্বর সড়কের ১০ তলা ‘ভূমি পল্লী টাওয়ারের’ অষ্টম তলার ফ্ল্যাটে অভিযান চালিয়ে আতাউল্লাহসহ ছয়জনকে গ্রেপ্তার করে।

একই দিন ময়মনসিংহ জেলার নতুন বাজার এলাকার গার্ডেন সিটির ১০ তলার একটি ফ্ল্যাট থেকে আরও চারজনকে, যাদের মধ্যে দুজন নারী ও দুজন পুরুষ, গ্রেপ্তার করা হয়।

পরে সিদ্ধিরগঞ্জ থানায় র‌্যাব দুটি মামলা দায়ের করে এবং আতাউল্লাহসহ ৬ জনকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানায়। শুনানি শেষে বিচারক তাদের ৮ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়