সিরাজুল ইসলাম,
জেলা প্রতিনিধি।
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ রেলগেট এলাকা থেকে দুইজন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর নেতৃত্বাধীন যৌথ বাহিনী।
মঙ্গলবার (২২এপ্রিল)
যৌথ বাহিনীর পক্ষ থেকে দেয়া প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা, স্বর্ণ, রোপার চেইন,মোবাইল ফোন,ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীরা হলেন আশুগঞ্জ রেলগেইট এলাকার মোহাম্মদ টুকু মিয়ার মেয়ে সীমা বেগম(৩০),মোহাম্মাদ টুকু মিয়ার স্ত্রী বকলি বেগম(৪৮),আসামি এবং মালামাল থানায় পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।
এসময় তাদের কাছ থেকে নগদ ৭৮,৫০৫ টাকা,ইয়াবা-৩৫৪ টি,কন্ট্রোল-২৫ টি,ভাংগা ইয়াবা -একাধিক,০৮টি মোবাইল,হাতের বালা-০১ টি,আংটি-০৪ টি,কানের ঝুমকা-০৫ জোড়া,কানের দুল-০২ জোড়া,চেইন-০৩ টি,নাকের নোলক-০৩ টি,কানের নোলক-০২ টি,নাকফুল-০১ টি সহ রোপার ০৩টি চেইন উদ্ধার করা হয়।