এয়াকুব নবী রিয়াজ,পরশুরাম প্রতিনিধি:
দৈনিক ফেনীর সম্পাদক -প্রকাশক আরিফুল আমিন রিজভী ও প্রতিবেদক তারেক চৌধুরীর বিরুদ্ধে ফুলগাজীর আমজাদহাটের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য ও আত্মস্বীকৃত চোরাকারবারী রহিম উল্লাহ ফেনী জজ কোর্টে মিথ্যা মামলা দায়ের করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান ও সাধারণ সম্পাদক মো মহি উদ্দিনসহ প্রেসক্লাবের সদস্যবৃন্দ।
মঙ্গলবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় এক যুক্ত বিবৃতিতে তারা বলেন, সম্পাদক ও প্রতিবেদকের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের মুক্ত গণমাধ্যমের কন্ঠ রোধ করার অপচেষ্টা ও স্বাধীন সাংবাদিকতার পরিপন্থী।সীমান্তে চোরাচালানের সংবাদ প্রকাশ করায় এ ধরনের মিথ্যা ও বানোয়াট মামলা সাংবাদিক সমাজ কোনভাবেই মেনে নিবে না। অবিলম্বে এ মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে। সাথে আত্মস্বীকৃত চোরাকারবারি রহিম উল্লাহকে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।