ইউসুফ আলী. নাটোর প্রতিনিধি:
নাটোরে শুরু হল মাসব্যাপী শিল্প ও বাণিজ্য মেলা। আজ সন্ধ্যায় স্থানীয় থানা সংলগ্ন মাঠে ফিতা কেটে মেলার উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় নেতা রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
নাটোর চেম্বার অব কমার্সের আয়োজনে মাসব্যাপী মেলার উদ্বোধনী অনুষ্ঠানে চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল মান্নাফের সভাপতিত্বে বক্তব্য দেন নাটোরের পুলিশ সুপার আমজাদ হোসেন সহ অন্যান্যেরা। পরে অতিথিরা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন।
বানিজ্য মেলায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ব্যসায়ীদের অন্তত অর্ধশত স্টল স্থান পেয়েছে। এছাড়া শিশুদের বিনোদনের জন্য রয়েছে নানা রাইডস।