উখিয়া উপজেলার থাইংখালী বিট এলাকায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (UNHCR)-এর একটি স্থাপনার বিরুদ্ধে উচ্ছেদ নোটিশ জারি করেছে বন বিভাগ। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) কক্সবাজার দক্ষিণ বন বিভাগের অধীনস্থ থাইংখালী বিট কার্যালয় থেকে এ নোটিশ প্রদান করা হয়।
নোটিশে উল্লেখ করা হয়, উক্ত স্থাপনাটি ২০১৭-১৮ সালের শরণার্থী সঙ্কটকালে থাইংখালী বিট এলাকার সাধারণ বনভূমিতে নির্মিত হয়। এটি বাংলাদেশ বন আইন, ১৯২৭-এর ২৬ ও ২৮ ধারা অনুযায়ী অবৈধভাবে গড়ে তোলা হয়েছে এবং অনুমতি ছাড়া বনভূমিতে ঘর নির্মাণ করায় পরিবেশ ও বন সংরক্ষণে হুমকি সৃষ্টি করছে।
নোটিশে আরও বলা হয়, “স্থাপনাটি স্বেচ্ছায় অপসারণ করতে বলা হয়েছে। অন্যথায়, বন বিভাগ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।”
থাইংখালী বিট কর্মকর্তা বিকাশ দাশ এর স্বাক্ষরিত নোটিশটি সরাসরি UNHCR-এর অফিস বরাবর পাঠানো হয়েছে।
এ বিষয়ে বিট কর্মকর্তা বিকাশ দাশ বলেন, “অবৈধভাবে বনভূমিতে কোনো স্থাপনা রাখা যাবে না। আমরা পর্যায়ক্রমে সব অবৈধ স্থাপনার বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি।”
UNHCR-এর পক্ষ থেকে এই বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।