প্রকাশিত : ২৪ এপ্রিল, ২০২৫, ০৬:৪৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রহিমপুর মানবতার ব্লাড ফাউন্ডেশন [RMBF] এর কার্যনির্বাহী কেন্দ্রীয়কমিটি গঠন

মোজাহের ইসলাম নাঈম,
ব্যুরো চীফ নোয়াখালী।

"আপনার মূল্যবান রক্তদান প্রাণ" "বাঁচাতে পারে অন্যের প্রাণ" এই শ্লোগানকে সামনে রেখে হাতে হাত কাঁধে কাঁধ  রেখে এগিয়ে চলছে "রহিমপুর মানবতার ব্লাড ফাউন্ডেশন [RMBF]"। তারই ধারাবাহিকতায় ২৫ এপ্রিল ২০২৫ রোজ শুক্রবার  ভার্চুয়াল মাধ্যমে জুয়েল মিয়া সভাপতি ও ইফতেখার উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক এবং মোঃ রুমন মিয়াকে সাংগঠনিক সম্পাদক  করে দুই বছরের মেয়াদী ৩৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী করা হয়।
কার্যনির্বাহী সকল সদস্যরা হলেন,

 জুয়েল মিয়া- সভাপতি,তাজুল ইসলাম-সিনিঃ সভাপতি,আরফিন  সেলিম-সহ সভাপতি,এফ এম মুস্তাকিম-সহ সভাপতি,ইফতেখার উদ্দিন আহমেদ-সাধারণ সম্পাক,মনিরুজ্জামান সুমন-সহ সাধারণ সম্পাদক,মোঃ রুমন মিয়া-সাংগঠনিক সম্পাদক,আনারুল-সহ সাংগঠনিক সম্পাদক,

খন্দকার রাজীব হাসান বিদ্যুৎ -সহ সাংগঠনিক সম্পাদক,জাহিদুল ইসলাম-প্রচার সম্পাদক,আবু ইউসুফ সোহাগ-সহ প্রচার সম্পাদক,শাহাদাত হোসেন-দপ্তর সম্পাদক,তুহিন মিয়া-সহ দপ্তর,অপূর্ব অপু-অর্থ সম্পাদক,আব্দুল্লাহ আল মামুন-শিক্ষা বিষয়ক সম্পাদক,
মুফতি নাসির উদ্দিন-ধর্ম বিষয়ক সম্পাদক,আরাফাত সানি-প্রবাসী কল্যাণ সম্পাদক,অপূর্ব চন্দ্রদাস-সহ প্রবাসী কল্যাণ সম্পাদক,হাফিজ উদ্দিন-সহ প্রবাসী কল্যাণ সম্পাদক,নাবিল আহমেদ-ব্লাড বিষয়ক সম্পদক,আতিকা ইসলাম  গোবিন্দ-মহিলা বিষয়ক,ফাহমিদা সুলতানা পাখি-সহ মহিলা সম্পাদক,পাপিয়া সুলতানা-শিশু বিষয়ক সম্পাদক,রুপা রানী-সহ শিশু বিষয়ক সম্পাদক,ইমন ভূঁইয়া-সম্মানিত সদস্য,তানিম-সম্মানিত সদস্য,নিলয়-সম্মানিত সদস্য,ওসমান গনি-সম্মানিত সদস্য,আরিফুজ্জামান-সম্মানিত সদস্য,কিবরিয়া-সম্মানিত সদস্য, আরিফ হাসান রবিন-সম্মানিত সদস্য,আতিকুলাহ-সম্মানিত সদস্য,মোঃ মাহবুবুর রহমান সাকিব-সম্মানিত সদস্য

বিঃদ্র: মহান রক্তযোদ্ধাদের ইতিহাস হৃদয়ে গেথে রহিমপুর মানবতার ব্লাড ফাউন্ডেশন এর সম্মানিত প্রতিষ্ঠাতা ও পরিচালক জনাব সাখাওয়াত হোসেন স্বাক্ষরে [RMBF]'র সেই ধারাবাহিকতা বজায় রেখে একটি কেন্দ্রীয় কমিটি দেওয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়