মো: শহিদুল ইসলাম
হাটহাজারী প্রতিনিধি
মায়ের সঙ্গে অভিমান করে সাজ্জাদ হোসেন নামে এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার খবর পাওয়া গেছে।
শুক্রবার (২৫ এপ্রিল) দুপুর ১টার দিকে হাটহাজারী পৌরসভার ১নং ওয়াডস্থ পশ্চিম দেওয়ান নগর এলাকার নুর আলমের পুত্র।
স্থানীয় সুত্রে জানা যায়, সাজ্জাদ কে তার মা বকাবকি করেন। তার জন্য সে অভিমান করে। আজ শুক্রবার সবাই জুমার নামাজ আদায় করতে ব্যস্থ। এই সুযোগে সে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার করে।
মারা যাওয়া সাজ্জাদ তিন ভাই ও তিন বোনের মধ্যে সে সবার ছোট।
হাটহাজারী স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক জানান, সুসাইড করা এক যুবক কে উদ্ধার করে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।
হাটহাজারী মডেল থানার ওসি (তদন্ত) মোস্তাক বলেন, আদর্শ গ্রামের এক যুবক সুসাইড করেছেন। এমন খবর পেয়ে ঘটনাস্থলে থানা পুলিশের একটি টিম গিয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে লাশ থানায় নিয়ে আসা হয় ।