জয় চন্দ্র শীল (বরগুনা):
জেলা সড়ক ও মহাসড়কে যানবাহন থেকে টোল আদায়ের বন্ধের নির্দেশ দিয়েছে আদালত।একুশে এপ্রিল বরগুনা আদালতের বিচারক sm শফিউল টুল বন্ধের আদেশ দেন। বরগুনা জেলার বেতাগী পৌরসভা এলাকা থেকে চলাচল কৃত যানবাহনের কাছ থেকে টোল আদায়ের জন্য পৌর প্রশাসক জনাব খোকন হাওলাদার কে টেম্পু স্টানের হিজাড়া দেয়া হয়। সেখানে অন্য লোকেরা জোর করে টোল আদায় করছে বলে জানা যায় হিজাড়াদার খোকন । খোকন হাওলাদার তিনি বরগুনা আদালতে একটি মামলা দায়ের করেন এটি প্রমাণ হয় যে টোল আদায়ের নামে চাঁদা আদায় করা হচ্ছে। এই কারণে বরগুনা জেলার সকল সড়ক মহাসড়কে এইরকম টোল আদায়ের নামে চাঁদাবাজি হচ্ছে কিনা আদালত লিখিতভাবে সকল পৌর ইনচার্জকে নোটিশ প্রদান করা হয়েছে। পৌর প্রশাসক ও অফিসার ইনচার্জকে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ টার্মিনাল ছাড়া সকল সড়ক ও মহাসড়কের টোলের নামে চাঁদাবাজি বন্ধের নির্দেশ দিয়েছেন।