মোঃ আবদুল আজিজ স্টাফ রিপোর্টার
নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলাধীন পশ্চিম গাংচিল জামে মসজিদের ইমাম জনাব, একে এম মোস্তফা কামাল অবসরের ঘোষণা দেওয়ায়।
গতকাল শুক্রবার জুম্মার নামাজ শেষে ২৫/৪/২৫ তারিখে এলাকাবাসী, যুবক ও প্রবাসীদের যৌথ উদ্যোগে রাজকীয় বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়।
উল্লেখ্য তিনি পশ্চিম গাংচিল জামে মসজিদটির প্রতিষ্ঠা লগ্ন থেকে তিনি সম্পৃক্ত রয়েছেন।
হিসেব অনুযায়ী তিনি প্রায় ৪০ বছর যাবত সুনামের সাথে মসজিদের খেদমত করে আসছেন।
তিনি এছাড়াও কোম্পানীগঞ্জ গাংচিল ও সুবর্ণচর উপজেলার, চরওয়াপদা ইউনিয়নের চরবৈশাখী গ্রামে বহু শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা,সদ্য অবসর প্রাপ্ত শিক্ষক ছিলেন।
তাই সমাজের একঝাক তরুন,প্রবাসী, সাবেক ছাত্রদের এবং সমাজিদের সমন্বয়ে এ আয়োজন করা হয়।
এ সমাজকে অত্র এলাকার আলোচিত সমাজ ও একতাবদ্ধ সমাজ হিসেবে চিহ্নিত করা হয়,সর্বক্ষেত্রে এ সমাজ সংঘবদ্ধ হওয়ার বহু নজীর রয়েছে,আজকের এই বিদায়ী সংবর্ধনার মাধ্যম দিয়ে একটি নজির স্থাপন করেছেন।
অত্র সমাজবাসী, যুবক ও প্রবাসীদের উদ্যোগে উনাকে একটি মোটর বাইক উপহার হিসেবে দেওয়া হয়, এলাকাবাসী বলেন তিনি তার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে কয়েকটি মসজিদ ও শিক্ষা প্রতিষ্ঠান যে হিসেবে গড়েছেন, তার তুলনায় উনাকে সম্মান ও মূল্যায়ন করতে পারি নাই, আমরা উনার প্রতি কৃতজ্ঞ এবং উনার নেক হায়াত কামনা করতেছি। আজকের এই বিদায় তিনি সেচ্ছাই নিয়েছেন , কারণ উনি হজ্জ্ব করার জন্য যাবেন। আমরা যুবসমাজ এলাকাবাসী ও প্রবাসীরা আশা করি হজ্জ করার পর আবার উনি আমাদের মাঝে ফিরে আসবেন এবং আমাদেরকে বুদ্ধি পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন, এবং আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ।