প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৫, ০৫:৩৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রামিগতিতে ৩১ দফা বাস্তবায়নে বিএনপির উঠান বৈঠক

রামগতি লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষীপুর রামগতি, বাংলাদেশ জাতীয় জাতীয়তাবাদী দল বিএনপি রামগতি উপজেলা কর্তিক আয়োজিত তৃণমূলে সংগঠিত করা কেন্দ্রীয় ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠকের আয়োজন করা হয়
তারেক রহমানের নির্দেশনায় রামগতি উপজেলার ৩নং চর পোড়াগাছা ইউনিয়ন বিএনপির ১নং ওয়ার্ড হারুন বাজারে সকাল ৯ টায় বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লক্ষ্মীপুর-৪ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক, এবিএম আশরাফ উদ্দিন নিজান। 

ধারাবাহিক ভাবে সকাল এবং বিকাল ৩নং চর পোড়াগাছা ইউনিয়নে ২৬ থেকে ৩০ তারিখ পর্যন্ত মোট ৯ ওয়ার্ডে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হবে।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডা. জামাল উদ্দিন- আহ্বায়ক রামগতি উপজেলা বিএনপি, সদস্য সচিব সিরাজুল ইসলাম, দিদারুল ইসলাম খন্দকার- যুগ্ম আহ্বায়ক পৌরসভা বিএনপি, নাছিমা আক্তার মুক্তা- সাধারণ সম্পাদক, রামগতি উপজেলা মহিলা দল। 

আরও উপস্থিত ছিলেন, শিবলী নোমান- আহ্বায়ক, রামগতি উপজেলা যুবদল, সদস্য সচিব শাহ্ মো. শিব্বির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, জমির আলী, আবদুল করিম- আহ্বায়ক, রামগতি পৌরসভা যুবদল, ইরাজ মাহমুদ বাবু- সদস্য সচিব, রামগতি উপজেলা ছাত্রদল। 

সভাপতিত্ব করেন, আব্দুল কাদের মাস্টার- সভাপতি চর পোড়াগাছা ইউনিয়ন বিএনপি। 

আরও উপস্থিত ছিলেন, ৩ নং চর পোড়াগাছা ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল সহ সহযোগী অঙ্গ ও সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়