প্রকাশিত : ২৬ এপ্রিল, ২০২৫, ০৬:৩২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে করণীয় শীর্ষক আলোচনা সভা ও ঈদ পূর্ণমিলনী-২০২৫ অনুষ্ঠিত নাটোরে

ইউসুফ আলী
নাটোর প্রতিনিধি:

নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সচেতনতা সৃষ্টি এবং সামাজিক বন্ধন সুদৃঢ় করার লক্ষ্যে নাটোরে অনুষ্ঠিত হয়েছে “নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে আমাদের করণীয়” শীর্ষক আলোচনা সভা, পরিচিতি এবং ঈদ পূর্ণমিলনী-২০২৫।

কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড-এর নাটোর জেলা আঞ্চলিক শাখার আয়োজনে নাটোর শহরের আনন্দ ভবনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আমজাদ হোসাইন, পুলিশ সুপার, নাটোর। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জনাব ইসমত আরা তুশি, জেলা লিগ্যাল এইড অফিসার (সিনিয়র সহকারী জজ), নাটোর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইসতিয়াক আহমেদ, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, নাটোর; জনাব কামাল উদ্দিন ভূঁইয়া, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, নাটোর সদর; এবং জনাব মোঃ আব্দুল মান্নাফ, সভাপতি, নাটোর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ আব্দুস শহিদ, সভাপতি, কম্বাইন্ড হিউম্যান রাইটস ওয়ার্ল্ড, নাটোর।

বক্তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে পারিবারিক ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন এবং এ ধরনের ইতিবাচক আয়োজনকে স্বাগত জানান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়