ইউসুফ আলী,
নাটোর প্রতিনিধি:
বরেন্দ্র রিসার্চ মিউজিয়ামের প্রতিষ্ঠাতা সভাপতি কুমার শরৎকুমার রায়ের ১৪৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আজ নাটোরের ‘হাজরা নাটোর আলো সম্মেলন কক্ষে’ এক স্মরণসভা ও প্রবন্ধ পাঠের আয়োজন করা হয়। বিকেল ৩:৩০ মিনিটে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশিষ্ট চারুশিল্পী মো: আবুল আসিফ মার্শাল।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন তাসফিয়া তানাজ অনন্যা। স্বাগত বক্তব্য দেন শিক্ষাবিদ শামীমা লাইজু নীলা। মূল প্রবন্ধ উপস্থাপন করেন মো: সফিকুল ইসলাম, উপ-রেজিস্ট্রার, রাজশাহী বিশ্ববিদ্যালয়। তিনি কুমার শরৎকুমার রায়ের জীবন ও কর্মের উপর একটি প্রাঞ্জল ও গবেষণাভিত্তিক বিশ্লেষণ তুলে ধরেন।
বক্তারা তাদের আলোচনায় রাজ পরিবারের ঐতিহাসিক গুরুত্ব এবং কুমার শরৎকুমার রায়ের সমাজ ও সংস্কৃতিতে অবদানের বিষয়ে বিস্তারিত পর্যালোচনা করেন। তারা বলেন, “কুমার শরৎকুমার রায় ছিলেন একজন দূরদর্শী চিন্তাবিদ ও সংস্কৃতির অনুরাগী, যিনি বরেন্দ্র অঞ্চলকে ইতিহাস-ঐতিহ্যের মাধ্যমে আন্তর্জাতিক পরিমণ্ডলে তুলে ধরেছেন।”
অনুষ্ঠানে অর্ধশতাধিক বিশিষ্টজনের উপস্থিতি ছিলো। শিক্ষাবিদ, গবেষক, সাংস্কৃতিক কর্মী ও সুসজ্জিত সমাজের প্রতিনিধিগণ এই আয়োজনে অংশগ্রহণ করেন। আয়োজকরা জানান, প্রতি বছরই এমন আয়োজনের মাধ্যমে নতুন প্রজন্মকে ইতিহাস সম্পর্কে আগ্রহী করে তোলা হবে।