নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রোগীদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার (তারিখ উল্লেখ করুন), প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইলচেয়ার বিতরণ করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. মোঃ আবুল বাশার।
এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলমগীর হোসাইন, ডা. দেবরাজ মালাকার, ডা. আখতারুজ্জামান এবং হাসপাতালের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
উল্লেখ্য, এই উদ্যোগের মাধ্যমে খানপুর হাসপাতালে ভর্তি থাকা রোগীদের চলাফেরায় সুবিধা হবে এবং সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।
প্রতিবেদন: এইচ এম আমজাদ হোসেন মোল্লা