প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

খানপুর হাসপাতালে রোগীদের সেবায় হুইলচেয়ার বিতরণ

নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যাবিশিষ্ট হাসপাতালে রোগীদের সেবার মান উন্নয়নের লক্ষ্যে হুইলচেয়ার বিতরণ করা হয়েছে। শনিবার (তারিখ উল্লেখ করুন), প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হুইলচেয়ার বিতরণ করেন নারায়ণগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হাসপাতালের চিকিৎসা তত্ত্বাবধায়ক ডা. মোঃ আবুল বাশার।
এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আলমগীর হোসাইন, ডা. দেবরাজ মালাকার, ডা. আখতারুজ্জামান এবং হাসপাতালের অন্যান্য চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

উল্লেখ্য, এই উদ্যোগের মাধ্যমে খানপুর হাসপাতালে ভর্তি থাকা রোগীদের চলাফেরায় সুবিধা হবে এবং সেবার মান আরও বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদন: এইচ এম আমজাদ হোসেন মোল্লা

  • সর্বশেষ
  • জনপ্রিয়