প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫, ০৩:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোনার মদিনা স্পিনিং মিলের গোডাউনে আগুন

মোঃ ওমর ফারুক খান জুবায়ের 

সিরাজগঞ্জ শহরের কুঠির চর এলাকায় অবস্থিত সোনার মদিনা স্পিনিং মিলে তুলার গোডাউনে হঠাৎ আগুন ধরে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে। দুপুর বারোটার দিকে এই আগুনে সূত্রপাত হয়। কামারখন্দ এবং সদর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে। স্পিনিং মিলটিতে সুতা উৎপাদনের জন্য বেশ কিছু আমদানিকৃত তুলা মজুদ রাখা হয়েছিল। স্পিনিং মিল কর্তৃপক্ষের দেয়া তথ্য মতে মিলের গোডাউনে তুলার মোট মজুদ ছিল ১,০৫০ টন। আগুন ধরে বেশ কিছু তুলা পুড়ে ছাই হয়ে গেছে এবং বেশ কিছু তুলা নষ্ট হয়ে ব্যবহারের অনুপোযোগী হয়ে গেছে। সরেজমিনে গিয়ে দেখা যায় যে, প্রায় ৩০০ টনের অধিক তুলা পুড়ে ছাই হয়ে গেছে। প্রত্যক্ষদর্শী ও মিল কর্তৃপক্ষের দেয়া হিসাব অনুযায়ী প্রায় ৩২৫ টন তুলা আগুনে পুড়ে নষ্ট হয়ে গেছে যার আনুমানিক মূল্য প্রায় ৮ কোটি টাকা। সোনার মদিনা স্পিনিং মিলের ব্যবস্থাপনা পরিচালক জনাব মো: আল আমিন খন্দকার দৈনিক সরেজমিন বার্তাকে দেয়া তাৎক্ষণিক সাক্ষাৎকারে বলেন, "আগুন কিভাবে ধরেছে কেউ নিশ্চিত নয়, তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে গোডাউনের আনলোড পয়েন্টে তুলার বেল্টের সাথে ব্যবহৃত জি আই তারে তারে সংঘর্ষের ফলে স্পার্কিং হয়ে আগুনের সূত্রপাত ঘটেছে্"। মিলে সুতা উৎপাদনের প্রয়োজনে পৃথিবীর বিভিন্ন দেশ যেমন,  ব্রাজিল, ক্যামেরুন, বেনিন, অস্ট্রেলিয়া ইত্যাদি দেশ থেকে আমদানি করা হয়েছিল। ৩০ হাজার স্প্যান্ডেলের মিলটিতে বর্তমানে শ্রমিক, কর্মচারী ও কর্মকর্তা মিলে প্রায় এক হাজার লোক কর্মরত আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়