মাসুম বিল্লাহঃ
অধূমপায়ীদের প্রাণের সংগঠন বিশ্ব ধূমপানমুক্ত পরিষদের ২০২৫-২৬ বর্ষের ২০১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী পরিষদ ঘোষণা করা হয়েছে। ঢাকার সেগুনবাগিচা কচিকাঁচার মেলা মিলনায়তনে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি গঠন করা হয়। শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যবসায়ী, ছাত্র, এডভোকেট, সাংবাদিক, মানবাধিকার কর্মীসহ সমাজের বিভিন্ন স্তরের সচেতন নাগরিক এবং অধূমপায়ী ব্যক্তিদের সমন্বয়ে এই কমিটি গঠিত হয়েছে।
নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শিল্পী জনাব আশরাফুল আলম রিয়াজ এবং সাধারণ সম্পাদক হয়েছেন সাংবাদিক জনাব মোঃ রেজাউল ইসলাম লাকী। অনুষ্ঠানটি উদ্বোধন করেন একুশে পদকপ্রাপ্ত বিশ্বখ্যাত জাদুশিল্পী জনাব জুয়েল আইচ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ও ব্যবসায়ী সংগঠক জনাব মোঃ জাকির হোসেন রিপন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন লায়ন মোঃ নুর ইসলাম, জনাব মোহাম্মদ ইমতিয়াজ, জনাব মুকুল জ্যোতি চাকমা, জনাব মোঃ গাজী সেলিম, জনাব মোহাম্মদ মোশারফ হোসেন এবং জনাবা ঈশিতা হাসান।
প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন লেখক ও গবেষক জনাব সাউকি বিপ্লব। তিনি বলেন, "ধূমপানের বিষাক্ত ধোঁয়া আমাদের সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। এখনই ধূমপান রোধে কার্যকর পদক্ষেপ নেওয়া জরুরি।" বক্তারা আরও বলেন, জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে ধূমপানমুক্ত দেশ গড়ার লক্ষ্যে বিশ্ব ধূমপানমুক্ত পরিষদ দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে ধূমপানবিরোধী গান পরিবেশন করা হয় এবং ধূমপানবিরোধী বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। এছাড়া ২৩ জন ভাগ্যবান অংশগ্রহণকারীর মাঝে কোরআন শরীফ এবং বিশেষ বই উপহার হিসেবে বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অতিথিদের মনোরঞ্জন করা হয়।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন বিশ্ব ধূমপানমুক্ত পরিষদের সভাপতি শিল্পী জনাব আশরাফুল আলম রিয়াজ এবং পুরো অনুষ্ঠানটি দক্ষতার সঙ্গে পরিচালনা ও সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সাংবাদিক জনাব মোঃ রেজাউল ইসলাম লাকী। রাতের আপ্যায়নের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।