প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২৫, ০৬:১৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাংনীতে সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার

মাহাম্মদ সাজেদুল ইসলাম বুলু
গাংনী উপজেলা প্রতিনিধিঃ

মেহেরপুরের গাংনী উপজেলায় দুটি বোমা সদৃশ্য বস্তু উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৭ এপ্রিল ২০২৫) আনুমানিক সকাল ৯টার দিকে গাংনী উপজেলার রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় তলা থেকে বোমা সদৃশ্য বস্তু দুটি উদ্ধার করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা ফৌজিয়া খাতুন জানান, সকালে স্কুল খোলার পর শিক্ষার্থীরা বিভিন্ন ক্লাসে যাওয়ার সময় লাল টেপ দিয়ে মোড়ানো দুটি বোমা সদৃশ্য বস্তু দেখতে পায়। পরে এলাঙ্গী পুলিশ ক্যাম্পে খবর দিলে পুলিশ এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়। তবে কে বা কারা এবং কী উদ্দেশ্যে বোমা সদৃশ্য বস্তু দুটি রেখে গেছে, তা এখনও জানা যায়নি।

এদিকে বোমা সদৃশ্য বস্তু উদ্ধারের ঘটনায় শিক্ষক, শিক্ষার্থীসহ পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাণী ইসরাইল জানান, উদ্ধারকৃত বস্তু দুটি পানি ভর্তি বালতিতে রেখে প্রাথমিকভাবে নিরাপদ করা হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়