প্রকাশিত : ২৮ এপ্রিল, ২০২৫, ০২:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বণিক সমিতির নির্বাচনে বিএনপি জামাত কে পেছনে ফেলে আওয়ামী লীগ নেতা সভাপতি  নির্বাচিত 

নিজাম উদ্দিনঃ

লক্ষ্মীপুর জেলার ঐতিহ্যবাহী মান্দারী বাজার  বণিক সমিতির নির্বাচন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে । গত ২৬ শে এপ্রিল এই  নির্বাচনে অনুষ্ঠিত হয়। মান্দারী বাজার বণিক সমিতির নির্বাচনে সবকটি পদেই পুরনো প্রার্থীরা বিজয়ী হয়েছে। সভাপতি সামছুদ্দিন সাজু ও সাধারণ সম্পাদক আলতাব উদ্দিন মাহমুদ পুনরায় নির্বাচিত হয়েছে। কুমিল্লা অঞ্চলে সবচেয়ে বড় এই সমিতির  নির্বাচনকে ঘিরে সকাল থেকে মান্দারী বাজারে ছিল উৎসবের আমেজ। প্রার্থী এবং ভোটারদের আগমনে ভোটকেন্দ্র হয়ে ওঠে আনন্দের এক মিলন মেলা। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে নেওয়া হয় কড়া  নিরাপত্তা ব্যবস্থা।

১০৮৯  জন ভোটারের মধ্যে ৮২৪ জন ভোট প্রদান করে। সকাল ৮ টা  শুরু হয়ে ভোট চলে বিকাল ৪ টা পর্যন্ত। দিনভর জল্পনা কল্পনা ছিল কে হচ্ছেন সভাপতি ও সাধারণ সম্পাদক অবশেষে সকল জল্পনা কল্পনা  পেরিয়ে ভোট গণনা শেষে দেখা গেল সবকটি পদেই পুরনো প্রার্থীরাই জয়লাভ করেন । ৪ জন সভাপতি পদে প্রার্থী ছিলেন তাদের  মধ্য বিএনপি সমর্থিত মোঃ আতিকুর রহমান, জামাত ইসলামী সমর্থিত মোঃ নুরুল হুদা, আওয়ামী লীগ সমর্থিত শামছুদ্দিন সাজু ও নির্দলীয় কামরুজ্জামান।  সভাপতি পদে  অবশেষে লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক  ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক শামসুদ্দিন সাজু ৩০৪ ভোট নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী  আতিকুর রহমান ২৮৩ ভোট পেয়ে  পরাজিত হন।  সাধারণ সম্পাদক হিসেবে আলতাফ উদ্দিন মাহমুদ ৪৩৬ ভোট পেয়ে  জয়লাভ করেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ফারুক হোসেন ৩৬০ ভোট পেয়ে পরাজিত হয়। 

এদিকে শামসুদ্দিন সাজু  নির্বাচিত হওয়ার পর থেকেই বিএনপিতে বিভিন্ন নেতাকর্মীদের মাঝে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া।  কেউ কেউ অভিযোগ তুলেছেন বিএনপির কয়েকজন নেতা মোটা অংকের টাকার  বিনিময়ে আওয়ামীলীগ নেতাদের কে  কৌশলে জিতিয়ে দিয়েছেন। নাম না বলা শর্তে বিএনপি'র কয়েকজন নেতা বলেন সভাপতি পদ সহ বেশ কয়েকটি পদেই বিপুল অংকের টাকা লেনদেন করা হয়েছে। 

এসময়ে  সহ-সভাপতি পদে আব্দুস শহীদ, সহ-সাধারণ সম্পাদক পদে আব্দুর রহমান বাবুল, সাংগঠনিক সম্পাদক পদে রাহাত হোসেন পিয়াস, দপ্তর সম্পাদক পদে কামাল হোসেন ভুইয়া  আন্তর্জাতিক সম্পাদক পদে ইসমাইল খান সুজন, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক আবু ছায়েদ  রাসেল, কোষাধ্যক্ষ পদে  বিনা প্রতিদ্বন্দ্বিতা হারুনুর রশিদ, সদস্য পদে নবাগত  আরিফ হোসেন ও নবাগত  জানে আলম নির্বাচিত হন।

এদিকে নির্বাচনী ফলাফল ঘোষণার পরই দেখা যায় বিভিন্ন ফেইজবুক মিডিয়াতে স্থানীয় বিএনপি'র লোকজনের মধ্যে  পক্ষে-বিপক্ষে মতামত।  কিভাবে নির্বাচিত হলেন লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের সাবেক  ত্রাণ ও  সমাজকল্যাণ সম্পাদক পদে থাকা বর্তমান সভাপতি সামছুদ্দিন সাজু। অন্যদিকে এই নির্বাচনে আলোচিত প্রার্থীদের তালিকায় সামসুদ্দিন সাজু ছিলেন ভোটকেন্দ্রে অনুপস্থিত।  তিনি নিজের ভোট নিজে না দিয়েও শেষ পর্যন্ত জয়লাভ করেছেন,  ভোটের দিন একবার ও  দেখা যায়নি তাকে ভোট কেন্দ্রে। তবে সাধারণ ভোটাররা অনেকেই বলেছেন টাকার বিনিময় নয়  দলীয় বিবেচনা  নয় সমিতির স্বার্থেই সামছুদ্দিন সাজু সহ পুরনোদের কে নির্বাচিত  করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়