প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫, ০৩:১৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাবনায় ‘আমার দেশ’ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

রোকন বিশ্বাসঃ

দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানসহ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল কর্তৃক দায়েরকৃত মামলা থেকে অবিলম্বে প্রত্যাহারের দাবিতে পাবনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল) দুপুরে পাবনা প্রেসক্লাবের সামনে আমার দেশ পাঠক মেলার উদ্যোগে দুই ঘণ্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

আমার দেশ পাঠক মেলার সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শফিকুর রহমান শান্তর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার।

প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, “ফ্যাসিস্ট আওয়ামী সরকারের সহযোগী মেঘনা গ্রুপের চেয়ারম্যান এবং ৭১ টেলিভিশনের মালিক মোস্তফা কামাল ষড়যন্ত্রমূলকভাবে আমার দেশ-এর সম্পাদকসহ সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন,এ মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে।

তিনি আরও বলেন,সাংবাদিকরা রাজনীতি করে না,তারা সত্য প্রকাশ করে। অথচ সত্য প্রকাশের কারণেই বারবার রাজনৈতিক হয়রানির শিকার হতে হচ্ছে।বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের পর সংশ্লিষ্টরা আত্ম-সমালোচনা না করে সাংবাদিকদের বিরুদ্ধে প্রতিশোধমূলক আচরণ করছে।

তিনি অভিযোগ করেন,ষড়যন্ত্রের মাধ্যমে নির্ভীক সাংবাদিকদের হয়রানি করা হচ্ছে।মামলা দিয়ে কোনো সমস্যার সমাধান হবে না, বরং প্রকৃত সত্য উন্মোচিত হবে।সাংবাদিকদের বিরুদ্ধে অভিযোগ থাকলে প্রেস কাউন্সিলের কাছে অভিযোগ জানাতে হবে,আদালতের মাধ্যমে নয়। মামলা প্রত্যাহার না হলে সর্বস্তরের জনগণকে সঙ্গে নিয়ে দেশব্যাপী বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তিনি।একই সঙ্গে মোস্তফা কামালের বিরুদ্ধে বিদেশে অর্থপাচার ও দুর্নীতির অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণের দাবিও জানান।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, পাবনা জেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান মাস্টার, প্রেসক্লাবের সহসভাপতি এসএম আলাউদ্দিন, বাস-মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রেহানুল ইসলাম বুলাল, সাবেক পৌর কাউন্সিলর শহিদুল ইসলাম লালু, মানবজমিন ও একুশে টিভির স্টাফ রিপোর্টার রাজিউর রহমান রুমি, দৈনিক বিবৃতির নির্বাহী সম্পাদক মাহবুব মোর্শেদ বাবলা, প্রেসক্লাবের সহসম্পাদক মখলেছুর রহমান খান বিপ্লব, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান শিপন, কালের কণ্ঠের প্রতিনিধি প্রবীর সাহা ও ঢাকা পোস্টের পাবনা প্রতিনিধি রাকিব হাসনাত।

এছাড়াও উপস্থিত ছিলেন মহিলা নেত্রী ফারহানা পারভীন, সুবর্ণা হালিম, স্বেচ্ছাসেবক দলের নেতা কমল শেখ টিটু, ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাদ্দাম হোসেন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক, স্পষ্টবাদী পত্রিকার সাংবাদিক রবিউল রনি এবং পাবনায় কর্মরত বিভিন্ন ইলেকট্রনিক, প্রিন্ট ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়