মুকুল হোসেন
সিরাজগঞ্জে উত্তরণের আয়োজনে, "আমিই পরিবর্তন" শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। যার উদ্দেশ্য হচ্ছে নারীর অধিকার, নেতৃত্ব বিকাশ ও লিঙ্গসমতা, সংহিতা রোধ, ক্ষমতায়ন ও সামাজিক পরিবর্তন গুলোকে ছবির মাধ্যমে তুলে ধরা।
জার্মান ভিত্তিক আন্তর্জাতিক সংস্থা Welthungerhilf (WHH) এর সহযোগিতায় এবং German Federal Ministry for Economic Cooperation and Development (BMZ) এর অর্থায়নে উত্তরণ ও এফআইভিডিবি সংস্থা দু'টি যৌথভাবে, Rural Advisory Services for Women Empowerment (RAS4WE)" শীর্ষক প্রকল্পটি সিরাজগঞ্জ সদর উপজেলায় ৪টি ইউনিয়নে বাস্তবায়ন করছে। এরই ধারাবাহিকতায়,
সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০ টা হতে দুপুর পর্যন্ত সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ি ইউনিয়নের চর খোকশাবাড়ি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করার মাধ্যমে উক্ত অনুষ্ঠানের উদ্বোধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি সিরাজগঞ্জের উপ-পরিচালক কৃষিবিদ আঃ জাঃ মুঃ আহসান শহীদ সরকার। উক্ত অনুষ্ঠানে ১০টি উচ্চ বিদ্যালয়ের ৩৩ জন ( ৬ষ্ঠ হতে দশম শ্রেণী পর্যন্ত) ছাত্রীদের নিয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উত্তরণ এর এ্যাডভোকেসী কো-অর্ডিনেটর মোঃ রফিকুল ইসলাম। প্রজেক্ট ওভার ভিউ ব্যাখা করেন, এফআইভিডিবি প্রজেক্ট কো-অর্ডিনেটর মোঃ নূরুল ইসলাম। সঞ্চালক ছিলেন, উত্তরণের জেন্ডার এক্সপার্ট শাহানাজ সরকার এর সাথে সহযোগিতায় ছিলেন, এফআইভিডিবি'র সিনিয়র মনিটরিং অফিসার মোঃ রবিউল হাসান (রবিন)।
এ অনুষ্ঠানে বিশেষ অতিথি এবং বিচারক হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার ড.ফারুকুর রহমান, সহ বিচারক সদর উপজেলা একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান তালুকদার, চর খোকশাবাড়ি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাহাঙ্গীর আলম এবং সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চর খোকশাবাড়ী উচ্চ বিদ্যালয়ের ম্যানেজমেন্ট কমিটি'র সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ আব্দুল মমিন, ভাটপিয়ারি জঃ রাঃ সাঃ উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক মোঃ ফজলুল হক, হরিণাবাগবাটি গার্লস স্কুলের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
পরে বিজয়ী ছাত্রীদের মাঝে পুরস্কার ও সবাইকে সান্ত্বনা পুরস্কার এবং ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। এ অনুষ্ঠানে সার্বিক কার্যক্রমের দায়িত্ব ছিলেন উত্তরণ এবং এফআইভিডিবি'র ফিল্ড অফিসার গণ।