এয়াকুব নবী রিয়াজ, পরশুরাম প্রতিনিধি:-
পরশুরামে কৃষকদেরকে দেওয়া হয়েছে আউশ ধান বীজ ও সার। কৃষি কর্মসূচির আওতায় আউশ ধানের আবাদ ও উৎপাদন বাড়াতে ২৮০ জন প্রান্তিক ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে আউশধানের বীজ ও সার বিতরণ করা হয়।
গতকাল মঙ্গলবার সকালে প্রধান অতিথি থেকে কৃষকদের মাঝে এই প্রণোদনা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুর রহমান। উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমানের সভাপতিত্বে জনপ্রতি কৃষককে ৫ কেজি আউশ ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়।
এসময় উপজেলা উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মতিউর রহমান, পরশুরাম প্রেস ক্লাবের সভাপতি এমএ হাসান, ছাত্র প্রতিনিধি আবদুল কাদের মিনার প্রমুখ উপস্থিত ছিলেন।