প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৫, ০৯:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে উঠান বৈঠক করেন, আশরাফ উদ্দিন নিজান

রামগতির লক্ষ্মীপুর প্রতিনিধি : 
লক্ষ্মীপুরের রামগতিতে জাতীয়তাবাদী বিএনপির উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯ টায় চরপোড়াগাছা ইউনিয়ন বিএনপি অঙ্গ অসহযোগী সংগঠনের উদ্যোগে জাতীয়তাবাদী দল বিএনপি'কে তৃনমুললে সুসংগঠিত করা ও কেন্দ্র ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনায় এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি মাস্টার আবদুল কাদেরের সভাপতিত্ব ৯ নম্বর ওয়ার্ডে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন রামগতি ও কমলনগর সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় বিএনপির সহশিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক মোঃ জামাল উদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ সিরাজ উদ্দিন, জেলা ওলামাদলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান মোল্লা,  উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক সাইদুল বারী মির্জা, মিয়া মোঃ ইউসুফ, যুবদল সভাপতি মোঃ শিবলী নোমান, সিনিয়র সহসভাপতি মোঃ জমির উদ্দিন, সদস্য সচিব শাহ মোহাম্মদ শিব্বির, ছাত্র দলের সদস্য সচিব ইরাজ মাহমুদ। 
প্রধান অতিথি বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ১৭ ধরে দেশের বাহিরে বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার দেশের শাসক নয় প্রভুত্ত করেছে, আর মাত্র ১৭ দিনের আন্দোলন দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। আপনার যারা বিএনপিকে ছেড়ে যাননি বেগম খালেদা জিয়াকে ছেড়ে যাননি দেশ নায়ক তারেক রহমান কে ছেড়ে যাননি এটাই আমাদের বিজয়, একসময় বিশ জন নারী নিয়ে সভা করা যেতনা এখন ওয়ার্ডে হাজার- বারশ  নারীর উপস্থিততে উঠান বৈঠক হচ্ছে এটাই আমাদের বিজয়। আগামী দিনের নির্বাচনে প্রিয় নেতা তারেক রহমান হবেন এদেশের প্রথম প্রধান মন্ত্রী এর জন্য আপনাদের অপেক্ষা করতে হবে।মহিলাদেরকে আশ্বাস দিয়ে আশরাফ উদ্দিন নিজান সাহেব বলেন অতীতেও আপনাদের পাশে ছিলাম বর্তমানেও থাকবো। আপনারা সবাই বিএনপিকে ভোট দিয়ে জয় যুক্ত করুন,, বিপদে-আপদে আপনাদের পাশে বিএনপি থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়