প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৫, ১২:২৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রাস্তা নির্ধারণকে কেন্দ্র করে প্লট মালিকদের মধ্য দ্বন্দ্ব ঘটনাস্থলে বাজার ফান্ড মাঠ পরিদর্শক

মঞ্জুরুল ইসলাম, লংগদু প্রতিনিধিঃ

আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি বাজারে প্রবেশ মুখের রাস্তা নির্মানকে কেন্দ্র করে  বাজার প্লট মালিকদের মধ্য দ্বন্দ্ব নিরসনে জন্য ঘটনাস্থলে আসেন রাঙামাটি বাজার ফান্ড মাঠ পরিদর্শক। 

গত ১৫ এপ্রিল মঙ্গলবার সকাল ১১ ঘটিকায় রাঙামাটির লংগদু উপজেলার আটারকছড়া ইউনিয়নের করল্যাছড়ি বাজারে প্রবেশমুখে এল জিডি কর্তৃক রাস্তা নির্মাণ কাজ সংস্কার নিয়ে বাজার প্লট মালিক আব্দুল আল মামুন, অপর পাশে নাছির তালুকদার, নুরু তালুকদার,  সোহরাফ, আবু কালাম, এর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হওয়ার ফলে দীর্ঘদিন রাস্তার চলমান কাজ বন্ধ থাকায় রাঙামাটি জেলা বাজার ফান্ড প্রশাসন কর্তৃক মাঠ পরিদর্শক কাসুমনি চাকমা ঘটনাস্থলে আসেন। এবং রাস্তাটি বাজার ফান্ড ম্যাপ মোতাবেক ২২ ফুট চিহ্নিত করেন। ২২ ফুট  রাস্তার মধ্যে ১৩ ফুট রাস্তা এলজিডি কর্তৃক নির্মাণ কাজ চলমান রয়েছে। চলমান রাস্তাটি নির্মাণের জন্য ২২ ফুটের মধ্য স্থান ১১ ফুট চিহ্নিত করে পূর্ব,পশ্চিম উভয় পাশ থেকে সমান হারে জায়গা নিয়ে ১৩ ফুট রাস্তা এলজিডি কর্তৃক নির্মানের জন্য পরিমাপ করেন। ১৩ ফুট রাস্তার পূর্ব পাশে সাড়ে চার ফুট, পশ্চিম পাশে সাড়ে চার ফুট, দুইপাশে মোট ৯ ফুট পায়ে হাটার রাস্তা উম্মুক্ত রাখেন। এ অনুযায়ী বাজার ফান্ড ম্যাপ মোতাবেক ২২ ফুট রাস্তা পরিমাপ করেন। 

এ  সময় উপস্থিত ছিলেন লংগদু উপজেলা এল জিডি ইঞ্জিনিয়ার সামছুল হক, এবং বাজার সভাপতি  সামছু, সাধারণ সম্পাদক মোশারফ, সহ উপস্থিত ছিলেন আরোও অন্যান্য ব্যক্তিবর্গরাও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়