এয়াকুব নবী রিয়াজ,পরশুরাম-ফেনী প্রতিনিধি:
পরশুরাম উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ পুকুরে নির্মিত সুইমিংপুলে অনূর্ধ্ব ১২ বছর বছরের মেয়েদের সাতার শেখা কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার(৩০ এপ্রিল) সকালে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা ক্রীড়া কর্মকর্তা হীরা আক্তার। এসময়
অনূর্ধ্ব ১২ বছর বছরের ১০ জন সাতার প্রশিক্ষণার্থী জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে জার্সি তুলে দেয়া হয়।
'লুক্সর' নামের সুইমিংপুলটিতে একসাথে ২৫ জন সাতার শিখতে পারবে। ১২ বছরের কম বয়সী শিশুরা সপ্তাহের শুক্র,শনি ও মঙ্গলবার সকাল ১১ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত সাতার শেখার সুযোগ পাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) আরিফুর রহমান জানান, বন্যার সময় যেন সাতার কেটে নিজেকে রক্ষা করা যায়, সেটি বিবেচনা করে এখানে সাতার শিখতে এটি নির্মান করা হয়েছে।
জেলা ক্রীড়া কর্মকর্তা হীরা আক্তার জানান, এখানে ৩০ জন শিক্ষার্থীকে সাতারের প্রশিক্ষণ দেয়া হবে। প্রতি ১০ জনকে ১০ দিন করে প্রশিক্ষণ দেয়া হবে।