রামগতি,লক্ষীপুর প্রতিনিধি :
লক্ষ্মীপুরের রামগতিতে পূর্বশত্রুতার জেরে এসএসসি পরীক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। ৩০ এপ্রিল (বুধবার )সকালে উপজেলার চরআলগী ইউনিয়নের চর নেয়ামত গ্রামে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ভুক্তভোগির ভাই ফরহাদ হোসেন বাদি হয়ে রামগতি থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, চর নেয়ামত জনতা মডেল একাডেমি (উচ্চ বিদ্যালয়ের) মানবিক শাখার শিক্ষার্থী আকলিমা আক্তার (১৬) সকালে ভূগোল ও পরিবেশ বিষয়ের পরীক্ষা দিতে যাওয়ার পথে পূর্বে শত্রুতার জেরে ঐ এলাকার (একই বাড়ির) মৃত ছৈয়দ আহমেদের ছেলে আবদুর রহমান (৬৫), আবদুর রহমানের ছেলে মো. রাসেল (২৭), মো. রাজু (১৮)সহ বেশ কয়েকজন মিলে বাড়ির দরজায় এলোপাতাড়ি লাঠিছোটা দিয়ে মারদোর শুরু করে। তার চিৎকারে আত্মীয়-স্বজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। এ সময় হামলাকারীরা আকলিমার গলায় থাকা স্বর্নের চেইন এবং কানপাশা নিয়ে যায়। জখম ও মারাত্মক আহত অবস্থায় তাকে রামগতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরীক্ষা থাকায় তাকে কেন্দ্রে আনা হলেও ভালোভাবে পরীক্ষা দিতে পারেনি সে।
ভুক্তভোগির ভাই ফরহাদ জানান, আমার বোনের উপর হামলাকারীরা এখন প্রকাশ্যে হুমকি ধামকি দিচ্ছে। আমরা আতংকে রয়েছি। অন্যদিকে বোনের পরীক্ষাটাও ভালোভাবে দিতে পারেনি। আমরা প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
কেন্দ্র সচিব ও আলেকজান্ডার সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষক মো. বদরুল হোসেন জানান, আহত পরীক্ষার্থীকে তার মায়ের সহযোগিতায় আলাদাভাবে পরীক্ষায় অংশগ্রহনের ব্যবস্থা করেছি।
রামগতি থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানান, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনী ব্যবস্থা নেওয়া হবে।