প্রকাশিত : ০১ মে, ২০২৫, ১১:৫২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রমিক দিবস উপলক্ষে লাকসামে শ্রমিক কল্যাণ ফেডারেশনের বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ

হামিদুল ইসলাম, 
লাকসাম (কুমিল্লা) প্রতিনিধি। 

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসাম উপজেলা ও পৌরসভা  শাখার উদ্যোগে এক বর্ণাঢ্য র‍্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


বৃহস্পতিবার (১মে) সকাল ৯.৩০ মিনিটে লাকসাম বাইপাস হাউজিং এস্টেট জামে মসজিদের সামনে  থেকে র‍্যালিটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ব্যাংক রোড চত্বরে এসে সমাবেশে মিলিত হয়। 

 শ্রমিক - মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত র‍্যালিতে সংগঠনের দু' হাজার  নেতাকর্মী ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা মাথায় লাল-সাদা ক্যাপ পরে ও হাতে ব্যানার নিয়ে শ্রমিক অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার আহ্বান জানান।

সমাবেশে বক্তারা বলেন, শ্রমিকেরা দেশের অর্থনীতির চালিকাশক্তি, অথচ তাদের ন্যায্য অধিকার এখনও প্রতিষ্ঠিত হয়নি। শ্রমিকদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান তারা।

শ্রমিক কল্যাণ ফেডারেশন লাকসাম পৌরসভা সভাপতি মাষ্টার একেএম শাহ আলমের সভাপতিত্বে ও সেক্রেটারী মাঈনুদ্দিনের পরিচালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কুমিল্লা-৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি ডঃ সৈয়দ একেএম সরওয়ার উদ্দিন ছিদ্দিকী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লাকসাম পৌরসভা জামায়াতের আমীর মুহাম্মদ জয়নাল আবেদীন পাটোয়ারী, সেক্রেটারি মাওলানা মোহাম্মদ সহিদ উল্লাহ, শ্রমিক কল্যাণ ফেডারেশন কুমিল্লা দক্ষিণ জেলা সেক্রেটারি মাওলানা শাহাব উদ্দিন হায়দার, লাকসাম উপজেলা সভাপতি সাবেক সেনা কর্মকর্তা দেলোয়ার হোসেন, সেক্রেটারি রফিকুল ইসলাম, পৌরসভা ইসলামী ছাত্রশিবির সভাপতি নাজমুল ইসলামসহ প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়