মোঃ ওমর ফারুক খান জুবায়ের।।
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস-২০২৫ পালিত হয়েছে। ১ লা মে বেলা ১২.০০ ঘটিকায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালি বের হয়। র্যালিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)'র রায়গঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামী'র রায়গঞ্জ উপজেলা শাখার নেতৃবৃন্দ, বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতৃবৃন্দ, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ, রায়গঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ, রায়গঞ্জ উপজেলা ইট ভাটা মালিক সমিতির নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ সহ বিভিন্ন শ্রেণি পেশার শ্রমজীবী মানুষ। র্যালি শেষে উপজেলা চত্বরে আয়োজিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন রায়গঞ্জ উপজেলা নির্বাহী অফিসার জনাব মো: হুমায়ুন কবির। জনাব মো: হুমায়ুন কবির তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, "শ্রমিকদের জন্য ৮ ঘণ্টার শ্রম ঘন্টা নিশ্চিত করতে হবে। সেই সাথে শ্রমিকদের শ্রমের ন্যায্য মজুরিও নিশ্চিত করতে হবে, তাহলে আমাদের দেশের অর্থনীতি শক্তিশালী হবে এবং আমাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে"।