প্রকাশিত : ০১ মে, ২০২৫, ০৫:১৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শ্রমিক কল্যাণ ফেডারেশনের আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত

মুকুল হোসেন 

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে পহেলা মে রোজ বৃহস্পতিবার সকালে  আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে সিরাজগঞ্জ শহরের স্বাধীনতা স্কয়ার চত্বরে এক শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশ শেষে এক বিশাল র‍্যালি নিয়ে  শহরের গুরুত্বপূর্ণ সড়ক  প্রদক্ষিণ করে। র‍্যালী ও সমাবেশে সভাপতিত্ব করেন শ্রমিক কল্যাণ ফেডারেশন সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি এ্যাডভোকেট মোঃ ছাইদুল ইসলাম খান, পরিচালনা করেন,সিরাজগঞ্জ  জেলা সেক্রেটারি মোঃ সোলায়মান হোসেন,
এতে  প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন  সিরাজগঞ্জ ২ আসনের সিরাজগঞ্জ সদর (কামারখন্দ)  জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদ  প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি জননেতা অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম,তিনি বলেন মে দিবসে সকল শ্রেনীর শ্রমিক ভাই বোনদের জানাই শুভেচ্ছা, এবং একটি কথা না বললেই নয় আমরা শ্রমিক  আমরা কি মালিক আর শ্রমিক মধ্যে সুসম্পর্ক তৈরি করতে পেরেছি না পারিনি, তাই আগামীতে আমরা আপনারা সবাই মিলে একটা শ্রমিক বান্ধব রাষ্ট্র কায়েম করতে পারি সে লক্ষে সবাইকে সঠিক সঠিক সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ছায়া তলে এসে শ্রমিক এবং রাষ্ট্র মেরামতে অংশ নিন। 
 বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মোঃ শহিদুল ইসলাম, শহর আমির অধ্যাপক আবদুল লতিফ, শ্রমিক কল্যাণের জেলা সিনিয়র সহসভাপতি মাওলানা মকবুল হোসেন, শহর সভাপতি মাওলানা জাহাঙ্গীর আলম, এছাড়া জেলা কোষাধ্যক্ষ আব্দুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আসাদুল্লাহ মন্ডল, সদর সভাপতি মোঃ আবুল হাসেম,কামারখন্দ উপজেলা সভাপতি মোঃ আবদুল মান্নান, বাগবাটি ইউনিয়ন জামায়াতে ইসলামী ৪ ওয়ার্ডের সভাপতি  মোঃ জাকিরুল ইসলাম,আব্দুল মুকিত  সহ সংগঠনের অন্যন্য নেতৃবৃন্দু এসময় উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়