রামগতি লক্ষীপুর প্রতিনিধি:
আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে লক্ষ্মীপুরের রামগতিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অন্যতম অঙ্গ সংগঠন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আলোচনা সভা ও র্যালী করেছে। ১ মে, বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টায় রামগতি উপজেলা ও পৌর শ্রমিক কল্যান ফেডারেশন এর যৌথ উদ্যোগে আলেকজান্ডার কামিল মাদরাসা মাঠে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শ্রমিক কল্যান ফেডারেশন সভাপতি একরামুল হকের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জাবের হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য এআর হাফিজ উল্যাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমির মাওলানা আবদুর রহিম, পৌর আমির মাওলানা আবুল খায়ের, সেক্রেটারি মাওলানা জাফর আহমেদ, শ্রমিক কল্যান পৌর সভাপতি গোলাম মাওলা, সাধারণ সম্পাদক দিদার হোসেনসহ বিভিন্ন ব্যক্তিবর্গ।
সভা শেষে একটি সচেতনতামূলক র্যালী অনুষ্ঠিত হয়। র্যালীটি মাদরাসা গেট থেকে শুরু হয়ে আলেকজান্ডার বাজার প্রদক্ষিণ শেষে রহমানিয়া মসজিদ এর সামনে সংক্ষিপ্ত বক্তব্যের মাধ্যমে শেষ হয়। বিভিন্ন শ্রেনি ও পেশার শ্রমিকসহ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীরা শ্লোগান সম্বলিত রং বেরংয়ের ব্যানার—বিভিন্ন সংগঠনের শ্রমিক পেশাজীবীর সহ অংশগ্রহণ করেন আরো অনেকে,,