প্রকাশিত : ০১ মে, ২০২৫, ০৬:১০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রায়গঞ্জে শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে আন্তর্জাতিক শ্রমিক দিবস পালন

মোঃ ওমর ফারুক খান জুবায়ের।। 
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে ১ লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষ্যে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভার অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাঃ মোঃ কামরুল ইসলাম, সভাপতি, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন, রায়গঞ্জ। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক জনাব মো: নাসির উদ্দিন, সহকারী সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা শাখা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর জনাব মো: আলী মর্তুজা, নায়েবে আমির জনাব মাওলানা আবুল কালাম বিশ্বাস, সেক্রেটারি ডাঃ এস এম মনসুর আলী, রায়গঞ্জ পৌরসভা সাবেক মেয়র জনাব মো: মোশারফ হোসেন আকন্দ, রায়গঞ্জ উপজেলা ইট ভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক জনাব মো: ওমর ফারুক খান জুবায়ের। অনুষ্ঠান পরিচালনায় সঞ্চালক হিসেবে ছিলেন সুমন আহমেদ, সেক্রেটারি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রায়গঞ্জ উপজেলা শাখা। উক্ত র‍্যালি ও আলোচনা সভায় সভায় রায়গঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার প্রায় পাঁচ শতাধিক শ্রমিক উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়