প্রকাশিত : ০২ মে, ২০২৫, ১২:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুর সদরে বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

মিলন শেখ :

বাংলা নববর্ষ উপলক্ষে গাজীপুর সদর উপজেলার রুদ্রপুর এলাকায় তিন দিনব্যাপী বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় জনসাধারণের ব্যাপক অংশগ্রহণে মেলা প্রাঙ্গণ ছিল উৎসবমুখর।

মেলার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর জেলা বিএনপি'র ১ নং যুগ্ন আহবায় ড. এস এম রফিকুল ইসলাম বাচ্চু, গাজীপুর জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক, সাবেক কোষাধ্যক্ষ ইসলাম উদ্দিন, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সদস্য ও সদর উপজেলা বিএনপির সভাপতি আবু তাহের মুসল্লী, গাজীপুর জেলা বিএনপির আহবায়ক সদস্য ও সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন রেজভী, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সেলিম ভূঁইয়া, জয়দেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল হালিম, গাজীপুর সদর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসীমউদ্দীন, শহীদুল্লাহ কাজী, এডভোকেট ইকবাল হোসেন,  গজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক শহীদুইসলাম শহীদ, ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির সভাপতি মুজিবুর রহমান ও সাধারণ সম্পাদক নুরুল আমিন মাস্টার।

এছাড়া উপস্থিত ছিলেন, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন খান, মাসুদ সরকার, আরিফুল ইসলাম, আওলাদ হোসেন।
এ সময় সঞ্চালনায় ছিলেন ভাওয়ালগড় ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাসুদ সরকার ও ৮ নং ওয়ার্ডের সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন খান। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ৮ নং ওয়ার্ডের সিনিয়র সহ-সভাপতি আরিফুল হকসহ গাজীপুর সদর উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

তিন দিনব্যাপী এই আয়োজনে ছিল লোকজ সাংস্কৃতিক পরিবেশনা ও নানা ধরনের বিনোদনমূলক কার্যক্রম। স্থানীয় বাসিন্দারা এমন আয়োজনকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের উৎসব পারস্পরিক বন্ধন ও সংস্কৃতিকে সমৃদ্ধ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়