প্রকাশিত : ০২ মে, ২০২৫, ০৫:০৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ছাত্রদলের সদস্য পদ পেলেন ছাত্রলীগ নেতা

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার চককীর্তি হাই স্কুল এন্ড কলেজে ছাত্রদলের কমিটি ঘোষণা করেছে জেলা ছাত্রদল। এই কমিটিতে সম্প্রতি নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের এক নেতাকে করা হয় সদস্য। ছাত্রদলের কলেজ শাখার সদস্য হওয়া ওই ছাত্রলীগ নেতার নাম মো.শাহরিয়ার নাফিস । তিনি চককীর্তি  ইউনিয়ন ছাত্রলীগের ৩ নং ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক পদে ছিলেন।


শাহারিয়া নাফিস ছাত্রলীগের পদে থাকার প্যাডের একটি কপি গণমাধ্যম কর্মীদের হাতে এসেছে। 


এ বিষয়ে জানতে চাইলে চককীর্তি হাই স্কুল এন্ড কলেজের ছাত্রদলের সভাপতি মো. মুক্তাদীর আলী বলেন,জুলাই গণঅভ্যুত্থানে হাসিনা বাদী আন্দোলন করেছে বলেন তিনি। অন্যদিকে ছাত্রলীগ নেতা মো: শাহরিয়া নাফিস এর সাথে একাধিকবার যোগাযোগ করলে তার মুঠোফোনটি বন্ধ থাকার কারণে যোগাযোগ করা সম্ভব হয়নি। 


নাম প্রকাশে অনিচ্ছুক, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা বলেন চক কীর্তি হাই স্কুল এন্ড কলেজের ছাত্রলীগ নেতা ছাত্রদলের পদ পেয়েছে এই কথা শুনেছি বিষয়টা খুব দুঃখজনক । 


এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ জেলা শহীদ জিয়া স্মৃতি সংসদের সভাপতি মো: সেতাউর রহমান বলেন,চক কীর্তি হাই স্কুল এন্ড কলেজের কথা এখন শুনলাম সত্যতা প্রমাণ পেলে সাংগঠনিকভাবে ব্যবস্থা গ্রহণ করা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়