রামগতি (লক্ষ্মীপুর) প্রতিনিধি
লক্ষ্মীপুরের রামগতিতে নবনির্বাচিত উপজেলা ও পৌরসভা যুবদলের নেতাদের সঙ্গে প্রতিনিধি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ মে) বিকেল ৩টায় রামগতি উপজেলা বিএনপির কার্যালয়ে এ সভা হয়। এতে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি ও যুবদলের নেতৃবৃন্দ এবং দুই শতাধিক স্থানীয় নেতাকর্মী।
প্রধান অতিথি হিসেবে সভায় বক্তব্য দেন লক্ষ্মীপুর জেলা যুবদলের আহ্বায়ক রেজাউল করিম লিটন। তিনি বলেন, ‘বিগত সরকারবিরোধী আন্দোলনে রামগতি ও কমলনগরের যুবদল সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছে, কিন্তু তারা আন্দোলনের মাঠে ছিল সাহসের প্রতীক হয়ে।’ তিনি আরও বলেন, সংগঠনকে তৃণমূল থেকে শক্তিশালী করতে কেন্দ্রীয় নির্দেশনায় সারা দেশে প্রতিনিধি সভা চলছে, তারই অংশ হিসেবে এই আয়োজন।
সভায় আরও উপস্থিত ছিলেন রামগতি উপজেলা বিএনপির আহ্বায়ক ডা. জামাল উদ্দিন, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদুল হাসান লিংকন, উপজেলা বিএনপির সদস্য সচিব সিরাজ উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক শিবলী নোমান, সদস্য সচিব শাহ্ শিব্বির, সিনিয়র যুগ্ম আহ্বায়ক জমির আলী, পৌরসভা যুবদলের আহ্বায়ক আবদুল করিম ও সদস্য সচিব মাহবুবুর রহমান কবির।
প্রতিনিধি সভায় নবনির্বাচিত কমিটির নেতাদের নিয়ে ভবিষ্যৎ আন্দোলন, সাংগঠনিক পরিকল্পনা ও জাতীয়তাবাদী রাজনীতির আদর্শ বিষয়ে আলোচনা হয়। নেতৃবৃন্দ তৃণমূল পর্যায়ে যুবদলকে আরও সক্রিয় ও শক্তিশালী করার আহ্বান জানান।