মোঃ ওমর ফারুক খান জুবায়ের ||
ইন্ডাস্ট্রিয়ালিস্টস এন্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আই. বি. ডব্লিউ. এফ.) সিরাজগঞ্জ জেলা শাখার অধীন বেলকুচি উপজেলা শাখার উদ্যোগে দ্বি-বার্ষিক সম্মেলন- ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গত ৩ মে ২০২৫ রোজ শনিবার বিকাল ৪.০০ ঘটিকায় সিরাজগঞ্জ জেলাধীন বেলকুচি উপজেলাস্থ শেরনগর দারুস সালাম মঞ্জিল চত্বরে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। আই. বি. ডব্লিউ. এফ. বেলকুচি উপজেলা শাখার সভাপতি জনাব আলহাজ্ব মোঃ মাহবুব আলম এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জনাব মোঃ আব্দুল আলিম রব্বানী এর সঞ্চালনায় অনুষ্ঠিত এই দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আই. বি. ডব্লিউ. এফ. এর বগুড়া অঞ্চল পরিচালক জনাব মোহাম্মদ সেলিম রেজা। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আলহাজ্ব অধ্যক্ষ মো: আলী আলম, আই. বি. ডব্লিউ. এফ. এর বেলকুচি উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ও বেলকুচি উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান জনাব মো: আরিফুল ইসলাম সোহেল, আই. বি. ডব্লিউ. এফ. এর সিরাজগঞ্জ জেলা সভাপতি জনাব মোঃ রুহুল আমিন (খসরু), সাধারণ সম্পাদক জনাব মোঃ আল আমিন খন্দকার। উক্ত দ্বি-বার্ষিক সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আই. বি. ডব্লিউ. এফ. এর সিরাজগঞ্জ জেলা শাখার সহ সাধারণ সম্পাদক জনাব মোঃ মনিরুল ইসলাম, জনাব ইন্জিনিয়ার মো: মাসাদুর রহমান, আই. বি. ডব্লিউ. এফ. এর সিরাজগঞ্জ জেলা শাখার অফিস সম্পাদক ও রায়গঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক জনাব মো: ওমর ফারুক খান জুবায়ের।
অনুষ্ঠানের এক পর্যায়ে আই. বি. ডব্লিউ. এফ. এর বেলকুচি উপজেলা শাখার ২০২৫-২৬ সেশনের জন্য নতুন কমিটি ঘোষনা করা হয়। নতুন কমিটিতে সভাপতি পদে আলহাজ্ব জনাব মোঃ মাহবুব আলম, সহ-সভাপতি পদে আলহাজ্ব গোলাম কিবরিয়া বাবু সরকার, আলহাজ্ব আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক পদে জনাব মোঃ আব্দুল আলিম রব্বানী, সহ-সাধারণ সম্পাদক পদে জনাব মোঃ খালিদ হোসেন, জনাব মোঃ ইমরান হোসেন সরকার, অফিস সম্পাদক পদে জনাব মো: রুহুল আমীন, অর্থ সম্পাদক পদে মাওলানা আবুল খায়ের মিলন, প্রচার সম্পাদক পদে জনাব মোঃ সাইদুর রহমান এর নাম ঘোষনা করা হয়। এছাড়াও উপজেলা কমিটিতে আরও দশ জন সদস্যের নাম ঘোষণা করা হয়।
বেলকুচি উপজেলার বিভিন্ন এলাকা থেকে বাছাইকৃত প্রায় শতাধিক সফল ব্যবসায়ী এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। সম্মেলনে বক্তারা ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ থেকে ব্যবসা পরিচালনার আহ্বান জানান এবং দেশে ব্যবসা বন্ধব পরিবেশ বজায় রাখার জন্য সরকারের প্রতি উদাত্ত্ব আহবান জানান।