প্রকাশিত : ০৪ মে, ২০২৫, ০৯:০৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মাওলানা রইস উদ্দিন হত্যার বিচারে বিজয়নগরে আহলে সুন্নতের মানববন্ধন ও বিক্ষোভ

স্টাফ রিপোর্টার: মোঃ বাদশা মিয়া

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় আহলে সুন্নত ওয়াল জামাতের উদ্যোগে এক মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ৩ মে ২০২৫ ইংরেজি, শনিবার বিকেল ৪টায় চান্দুরা ডাকবাংলা মোড়ে এ কর্মসূচি পালন করা হয়। এতে স্থানীয় নেতা-কর্মীসহ বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লি অংশগ্রহণ করেন।

মানববন্ধন ও বিক্ষোভে বক্তারা বলেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনার সাবেক কেন্দ্রীয় সদস্য ও ঢাকা মহানগরের সাবেক সভাপতি মাওলানা মুহাম্মদ রইস উদ্দিনকে ঢাকার সমাবেশ শেষে ফেরার পথে গাজীপুরে নির্মমভাবে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়েছে। এই পৈশাচিক হত্যাকাণ্ড পুরো জাতিকে শোকাহত করেছে এবং এটি একটি পরিকল্পিত হত্যারই বহিঃপ্রকাশ।

সমাবেশে বক্তব্য রাখেন শায়খ আবু বকর আনসারী (সহ-সভাপতি), মাওলানা দেওয়ান আব্দুল কাদির সিদ্দিকী (সিনিয়র সহ-সভাপতি), মুফতি আবদুল কাইয়ুম ভূইয়া (সাধারণ সম্পাদক) ও পীর মুফতি মাহমুদুল হাসান আল আমিন (যুগ্ম সাধারণ সম্পাদক), আহলে সুন্নত ওয়াল জামাত বিজয়নগর উপজেলা শাখা। আরও বক্তব্য রাখেন মাওলানা আরমান হুসাইন, মাওলানা ইসমাইল হোসেন, হাফেজ মাওলানা জাহিদুল ইসলাম ফারুকীসহ অনেকেই।

বক্তারা এই হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করে বলেন, "অপরাধীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। আমরা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছি, তবে বিচারে গড়িমসি হলে পরবর্তীতে আরও কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব।"

বক্তারা আরও বলেন, রইস উদ্দিন ছিলেন একজন নির্ভীক ওলামায়ে দ্বীন ও ইসলামী আদর্শের ধারক। তাঁর হত্যার মাধ্যমে একটি শ্রেণি ইসলামের শান্তিপূর্ণ প্রচারকে রুদ্ধ করতে চায়, যা কোনোভাবেই বরদাশতযোগ্য নয়। সমাবেশ শেষে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়